ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বৃষ্টি বদলে দেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের হিসাব নিকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ০৫ ১০:৫১:৩৭
বৃষ্টি বদলে দেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের হিসাব নিকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রোমাঞ্চকর ফাইনালের মঞ্চ প্রস্তুত। অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত নিশ্চিত করেছে তাদের জায়গা, তবে প্রশ্ন রয়ে গেছে—তাদের প্রতিপক্ষ কে? আর সেই উত্তর পেতে আজ দৃষ্টি থাকবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দিকে, যেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

কিন্তু এই ম্যাচ শুধুই দুই দলের লড়াইয়ে সীমাবদ্ধ নয়। এর আরেক প্রতিপক্ষ হতে পারে প্রকৃতি। ইতোমধ্যে এই টুর্নামেন্টে তিনটি ম্যাচ বৃষ্টির কারণে সম্পূর্ণ মাঠে গড়ায়নি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে এক বলও মাঠে গড়ায়নি। একই পরিণতি হয়েছিল দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচের। আর বাজে ড্রেনেজ ব্যবস্থার কারণে অসমাপ্ত থেকেছে আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ।

তাই আজকের ম্যাচ নিয়েও আছে সংশয়। আইসিসি নিশ্চিত করেছে, ৫ মার্চ বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে ৬ মার্চ রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। যদি ম্যাচ চলাকালীন বৃষ্টি শুরু হয় এবং খেলা শেষ না হয়, তাহলে পরদিন সেখান থেকেই শুরু হবে। তবে যদি দুই দিনই প্রকৃতি মুখ ফিরিয়ে নেয়, তাহলে গ্রুপ পর্বের শীর্ষ দল সরাসরি ফাইনালে চলে যাবে—যার অর্থ দক্ষিণ আফ্রিকাই হয়ে উঠবে ভারতের প্রতিপক্ষ।

তবে আশার কথা, আবহাওয়া পূর্বাভাস বলছে, লাহোরের আকাশ আজ বেশ পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ক্রিকেটপ্রেমীরা তাই আশাবাদী, আজ তারা উপভোগ করতে পারবেন সম্পূর্ণ ৫০ ওভারের এক জমজমাট লড়াই, যেখানে ঠিক হবে ফাইনালের অপর দল।

তাহলে কি ভারত বনাম দক্ষিণ আফ্রিকার লড়াইই নিশ্চিত? নাকি নিউজিল্যান্ড চমক দেখাবে? তার উত্তর মিলবে লাহোরের সবুজ গালিচায়!

রাজিব আলি/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ