ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এখন থেকে গোল্ডেন জুবিলি ফান্ডের স্পটে লেনদেন হবে

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ০৪ ১২:৫৬:৪২
এখন থেকে গোল্ডেন জুবিলি ফান্ডের স্পটে লেনদেন হবে

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে গোল্ডেন জুবিলি ফান্ডের ইউনিটের ট্রেডিং শুধুমাত্র স্পট মার্কেটে সম্পন্ন হবে। এর আওতায়, ০৫.০৩.২০২৫ থেকে ০৬.০৩.২০২৫ পর্যন্ত ফান্ডটির ব্লক ট্রানজেকশনগুলো স্পট সেটেলমেন্ট চক্র অনুযায়ী নিষ্পত্তি হবে। এর মানে হলো, এই নির্দিষ্ট সময়ের মধ্যে ফান্ডের ইউনিটগুলোর সকল লেনদেন স্পট পদ্ধতিতে সম্পন্ন হবে।

এছাড়া, ০৯.০৩.২০২৫ তারিখে ফান্ডটির ইউনিটগুলোর জন্য রেকর্ড ডেট নির্ধারিত রয়েছে। ওইদিন থেকে ফান্ডের ইউনিটগুলোর কোনো লেনদেন সম্ভব হবে না, অর্থাৎ ৯ মার্চের পর এই ইউনিটের কোনো ট্রেডিং করা যাবে না।

এছাড়া, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড কোম্পানি যেটি য়ারবাজারে তালিকাভুক্ত, তাদের শেয়ার লেনদেন আগামী ৫-৬ মার্চ দুই কার্যদিবস স্পট মার্কেটে হবে। এই সময়কালে, কোম্পানির শেয়ার শুধুমাত্র ম্যাচিউরড বা নগদ অর্থ দিয়ে কেনা যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে যে, এই সময়ের মধ্যে ফান্ডটির শেয়ার লেনদেন সম্পন্ন হবে।

শেয়ার লেনদেনের এই সময়সীমার পর, ৯ মার্চ রেকর্ড ডেট পূর্বনির্ধারিত থাকায়, ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ