ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ডিপিএলের চমক: প্রথম ম্যাচেই ইমরুলের ব্যাটে রানের ফোয়ারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ০৩ ১৭:১১:৩৮
ডিপিএলের চমক: প্রথম ম্যাচেই ইমরুলের ব্যাটে রানের ফোয়ারা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুতেই উপহার দিল এক চমকপ্রদ ম্যাচ। ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আলোচনায় এসেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরের হোম অব ক্রিকেটে এই জয়ে বড় ভূমিকা রাখেন অভিজ্ঞ অধিনায়ক ইমরুল কায়েস, যার ৯৪ রানের অনবদ্য ইনিংসই দলকে সহজ জয় এনে দেয়।

শুরু থেকেই আত্মবিশ্বাসী অগ্রণী ব্যাংক

রান তাড়ায় নেমে শুরুটা দারুণ করে অগ্রণী ব্যাংকের দুই ওপেনার ইমরানউজ্জামান ও সাদমান ইসলাম। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তারা তুলে ফেলেন ৫০ রান। তবে দলীয় ৫৮ রানের মাথায় ৩৫ বলে ৩৫ রান করা ইমরানউজ্জামান মোসাদ্দেক হোসেন সৈকতের বলে বোল্ড হয়ে ফেরেন।

সঙ্গী হারালেও অভিজ্ঞ ইমরুল কায়েস ছিলেন অটল। তিন নম্বরে নেমে সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে এগিয়ে নিতে থাকেন দলকে। তবে ১০০ রানের আগে সাদমান ৪৬ রানে আউট হলে কিছুটা চাপে পড়ে দল।

এরপর ইমরুল ও অমিত হাসানের ব্যাটে ম্যাচের লাগাম ধরে অগ্রণী ব্যাংক। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৪ রানে মাহফুজুর রহমান রাব্বির বলে আউট হন ইমরুল। একই বোলারের শিকার হয়ে ৪৪ রানে থামেন অমিত হাসান। তবে শেষ দিকে মার্শাল আইয়ুব (১৪) ও তাইবুর রহমান (১০) ধৈর্য ধরে ব্যাট করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

আবাহনীর ইনিংস: সৈকতের ঝলক, ইমনের অবদান

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আবাহনীর পক্ষে ঝড়ো ব্যাটিং করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬৫ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, নতুন মৌসুমে আবাহনীর জার্সিতে প্রথমবার খেলতে নেমে পারভেজ হোসেন ইমন ৭৪ বলে ৫০ রান করেন। তাদের ব্যাটেই শেষ পর্যন্ত ২৩৪ রান পর্যন্ত পৌঁছায় দল।

কিন্তু সেই রান মোটেও যথেষ্ট হয়নি অগ্রণী ব্যাংকের মতো দলকে আটকানোর জন্য। অভিজ্ঞতার সঙ্গে আত্মবিশ্বাসের মিশেলে দারুণ এক ম্যাচ খেলেছে অগ্রণী ব্যাংক।

ডিপিএলের প্রথম ম্যাচেই শক্তিশালী আবাহনীকে হারিয়ে অগ্রণী ব্যাংক যে বার্তা দিয়েছে, তাতে টুর্নামেন্টের উত্তেজনা অনেকটাই বেড়ে গেল। এখন দেখার বিষয়, তারা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না।

জামাল/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে