ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ আজ: বাড়বে না কমবে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ০৩ ১০:০১:৩২
এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ আজ: বাড়বে না কমবে

নিজস্ব প্রতিবেদক: মার্চ মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, সেই প্রশ্নের উত্তর মিলবে আজ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (৩ মার্চ) এক মাসের জন্য নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে।

দাম নির্ধারণের প্রক্রিয়া

রোববার (২ মার্চ) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত মার্চ (২০২৫) মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশের বাজারে বেসরকারি এলপিজির মূল্য নির্ধারণ করা হবে। সোমবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে নতুন দামের ঘোষণা আসবে।

গত মাসের মূল্য পরিবর্তনের সংক্ষিপ্ত চিত্র

ফেব্রুয়ারির শুরুতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১,৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। জানুয়ারির শুরুতে এই দাম অপরিবর্তিত থাকলেও, ১৪ জানুয়ারি সামান্য সমন্বয় করে ৪ টাকা বাড়িয়ে ১,৪৫৯ টাকা করা হয়।

অটোগ্যাসের ক্ষেত্রেও মূল্য ওঠানামা দেখা গেছে। ফেব্রুয়ারির শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সা করা হয়। জানুয়ারিতে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা করা হলেও, ১৪ জানুয়ারি আবার ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়। এরপর ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়।

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দামের উত্থান-পতন

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম মোট ১১ বার পরিবর্তন হয়েছে।

দাম বৃদ্ধি: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর (মোট ৭ বার)

দাম হ্রাস: এপ্রিল, মে, জুন ও নভেম্বর (মোট ৪ বার)

অপরিবর্তিত: ডিসেম্বর

বিগত বছরজুড়ে দাম বেড়েছে বেশি, কমেছে তুলনামূলকভাবে কম। এবার মার্চ মাসে কী অপেক্ষা করছে—দাম বাড়বে নাকি কমবে? উত্তর মিলবে আজ বিকেলে, বিইআরসির আনুষ্ঠানিক ঘোষণার পর।

করিম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে