নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যারামিট সিমেন্ট লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে সংস্থাটি।
ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে অ্যারামিট সিমেন্টের শেয়ার দরে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা গেছে। এতে বাজারে অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে ডিএসই। এ বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হলে তারা জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি অ্যারামিট সিমেন্টের প্রতিটি শেয়ারের দাম ছিল ১১ টাকা ৫০ পয়সা। এরপর টানা বৃদ্ধি পেয়ে ২৭ ফেব্রুয়ারি লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ মাত্র ১১ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা বা প্রায় ৪৩ শতাংশ।
এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএসই। শেয়ারবাজারে যেকোনো বিনিয়োগের আগে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।