ঢাকা, রবিবার, ২ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

অপরাধের আঁধারে গোপন সুড়ঙ্গ: পালানোর চক্র ভেঙে দিল যৌথ বাহিনী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ০২ ১৫:২৭:২২
অপরাধের আঁধারে গোপন সুড়ঙ্গ: পালানোর চক্র ভেঙে দিল যৌথ বাহিনী

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে অপরাধীদের পালানোর অভিনব কৌশল ফাঁস করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১ মার্চ) রাতে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে প্রকাশ পেয়েছে বস্তির নিচে তৈরি সুগভীর গোপন সুড়ঙ্গ, যা অপরাধীদের নিরাপদে সরে যাওয়ার জন্য ব্যবহৃত হতো।

অভিযান ও সুড়ঙ্গের চমকপ্রদ সন্ধান

অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, ‘অপরাধীরা সুড়ঙ্গ পথে পালানোর চেষ্টা করলেও আমরা ৬০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’ অভিযান চলাকালীন দেখা যায়, সুড়ঙ্গগুলো পরিকল্পিতভাবে এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে দ্রুত স্থান পরিবর্তন করা যায় এবং নিরাপদ আশ্রয়ে পৌঁছানো সম্ভব হয়।

মাজার বস্তি: অপরাধের অন্ধকার জগত

টঙ্গীর মাজার বস্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। শতাধিক মাদকের আড়ত এই এলাকায় সক্রিয়, যেখানে পাইকারি বিক্রির মাধ্যমে মাদক দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়। কক্সবাজার থেকে সরাসরি মাদক এসে পৌঁছানোর পর এখান থেকেই তা সারা দেশে সরবরাহ করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই কার্যকলাপ চলছিল।

অভিযানের সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা

মাদক ও সন্ত্রাস দমনে পরিচালিত এ অভিযানে পুলিশ, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর সমন্বিত টহল বড় ভূমিকা রাখে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অপরাধীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা হয়েছে, যা ভবিষ্যৎ পদক্ষেপ নিতে সহায়ক হবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাজার বস্তির অপরাধ নেটওয়ার্ক ধ্বংস করতে ধারাবাহিক অভিযান চালানো হবে এবং অবৈধ কার্যকলাপ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের কঠোর মনোভাবের কারণে স্থানীয়রা আশাবাদী, এ এলাকা শিগগিরই অপরাধমুক্ত হবে।

এই অভিযানের মাধ্যমে প্রমাণিত হয়েছে, অপরাধীরা যতই গোপন কৌশল অবলম্বন করুক, শেষ পর্যন্ত তারা আইনের আওতায় আসবেই। প্রশাসনের সক্রিয় ভূমিকার ফলে মাদকের করাল গ্রাস ও সন্ত্রাসী কার্যকলাপের লাগাম টেনে ধরা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

খান/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে