বেটিসকে হারাতে পারলো রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক: রিয়াল মাদ্রিদের জন্য রাতটি ছিল হতাশার। লা লিগায় প্রতিপক্ষ রিয়াল বেটিসের মাঠে পুরো ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য করলেও আক্রমণে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়রদের। আক্রমণভাগের খোলসবন্দি পারফরম্যান্সের দিনে লস ব্লাঙ্কোসরা ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।
শুরুর আনন্দ, দ্রুতই হতাশায় রূপ
শনিবার রাতে ম্যাচের শুরুটা রিয়ালের জন্য আশাব্যঞ্জক ছিল। মাত্র ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজ গোল করে দলকে এগিয়ে দেন। প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে এমবাপে দ্রুত আক্রমণ সাজান, মেন্ডির কাছ থেকে বল পেয়ে দিয়াজ নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে দেন রিয়ালকে।
কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৪ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে বেটিসকে সমতায় ফেরান জনি কারদোসো। গোল পাওয়ার পর স্বাগতিকরা আরও উজ্জীবিত হয়ে ওঠে এবং রিয়ালের রক্ষণকে চাপের মধ্যে ফেলে রাখে।
ইসকোর পেনাল্টিতে রিয়ালের স্বপ্নভঙ্গ
বিরতির পর বেটিস তাদের আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয়। ম্যাচের ৬৭তম মিনিটে বক্সের মধ্যে জেসুস রদ্রিগেজকে ফাউল করেন অ্যান্টনিও রুডিগার, যার ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে বেটিসকে এগিয়ে দেন ইসকো, যিনি এক সময় রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন। গোলের পর উদযাপন করলেও পরে সাবেক ক্লাবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষমা চেয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
ফিরতে পারলো না রিয়াল
বাকি সময় রিয়াল মাদ্রিদ গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু আক্রমণে ধার বাড়াতে পারেনি। ভিনিসিয়ুস ও এমবাপে বেশ কয়েকবার আক্রমণ শানালেও তা কাজে লাগেনি। বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক ফেলিপে সুযোগ পেয়েও গোলের দেখা পাননি।
পয়েন্ট তালিকায় বড় ধাক্কা
এই হারের ফলে লা লিগায় শীর্ষস্থান হারালো রিয়াল। ২৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট, যা তাদের তৃতীয় স্থানে নামিয়ে দিয়েছে। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ, আর এক ম্যাচ কম খেলে বার্সেলোনা গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
টাইটেল রেসে টিকে থাকতে হলে রিয়ালকে দ্রুত নিজেদের গতি ফিরিয়ে আনতে হবে, বিশেষ করে ভিনি-এমবাপেদের পারফরম্যান্সে আরও ধারাবাহিকতা আনতে হবে। সামনে কঠিন সময় অপেক্ষা করছে লস ব্লাঙ্কোসদের জন্য।
ফারুক/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ