ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১০:২৫:২৫
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দরজা ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে বাংলাদেশের জন্য। টুর্নামেন্ট শুরুর আগে বড় বড় প্রতিশ্রুতি থাকলেও, মাঠের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ছয় উইকেটের হার দিয়ে যাত্রা শুরু করে টাইগাররা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে পাঁচ উইকেটের পরাজয় তাদের সেমিফাইনালের স্বপ্ন পুরোপুরি শেষ করে দিয়েছে।

অন্যদিকে, এবারের আয়োজক দেশ পাকিস্তানের অবস্থাও বাংলাদেশ থেকে ভালো নয়। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথেও ছন্দ খুঁজে পায়নি বাবর আজমের দল। ফলে তাদের সেমিফাইনালের পথও এখন পুরোপুরি বন্ধ। তাই রাওয়ালপিন্ডিতে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান চাইবে অন্তত একটি জয় নিয়ে সান্ত্বনার বিদায় নিশ্চিত করতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশে পরিবর্তন

সম্মানের লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। ওপেনিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সৌম্য সরকার প্রথম ম্যাচে সুযোগ পেলেও ব্যর্থ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে তার পরিবর্তে ব্যাকআপ ওপেনার পারভেজ ইমন একাদশে সুযোগ পেতে পারেন। এতে তামিম ইমন ও পারভেজ ইমনকে একসঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে।

তৃতীয় স্থানে ফিরতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি আগের ম্যাচে ওপেন করেছিলেন। চতুর্থ স্থানে থাকবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যদিও ব্যাট হাতে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি, তবে তার ওপরই আস্থা রাখছে দল। পাঁচ নম্বরে মুশফিকুর রহিমের পরিবর্তে দেখা যেতে পারে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহীদ হৃদয়কে।

অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ছন্দে না থাকলেও, দলের ফিনিশার হিসেবে তার বিকল্প নেই। সাত নম্বরে থাকবেন আরেক ফিনিশার জাকের আলী, যিনি আগের ম্যাচগুলোতে ভালো খেলেছেন।

স্পিন বিভাগে মিরাজের সঙ্গে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস আক্রমণে থাকবেন নাহিদ রানা, যিনি নিউজিল্যান্ড ম্যাচে ঘণ্টায় প্রায় ১৫০ কিমি গতির বলে প্রতিপক্ষ ব্যাটারদের বিপাকে ফেলেছিলেন। তার সঙ্গে পেস ইউনিটের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তানের বিপক্ষে জয় কি সম্ভব?

রাওয়ালপিন্ডির কন্ডিশনে পাকিস্তানি পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন, তবে বাংলাদেশের ব্যাটারদের শক্ত হাতে জবাব দিতে হবে। বোলিংয়ে নাহিদ রানা, তাসকিন ও মুস্তাফিজের ত্রিমুখী আক্রমণ পাকিস্তান ব্যাটিং লাইনআপের জন্য চ্যালেঞ্জিং হবে।

শেষ পর্যন্ত, পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের জন্য এটি হবে সান্ত্বনামূলক বিদায়। টাইগার ভক্তদের জন্যও এটি কিছুটা হলেও স্বস্তির মুহূর্ত এনে দিতে পারে। এখন দেখার বিষয়, রাওয়ালপিন্ডির লড়াইয়ে শেষ হাসি কে হাসে—বাংলাদেশ নাকি স্বাগতিক পাকিস্তান!

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে