ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

উপদেষ্টার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৪:২৩:০৮
উপদেষ্টার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

নারীদের নিরাপত্তাহীনতা, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (তারিখ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেন শিক্ষার্থীরা। ১২টা ২৫ মিনিটে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে জড়ো হন তারা এবং পরে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন।

অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও জরুরি পরিষেবার যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। আন্দোলনকারীদের দাবি, দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যার জন্য সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করা হচ্ছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, সাম্প্রতিক সময়ে ধর্ষণ, ছিনতাই ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাদের মতে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় তিনি এই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতা যে নিরাপত্তার স্বপ্ন দেখেছিল, তা পূরণ হয়নি। বরং প্রতিদিনই অপরাধের মাত্রা বেড়েই চলেছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন।”

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ বলেন, “৫ আগস্টের পর আমরা ভেবেছিলাম, নতুন সরকার জনগণের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই গুরুত্বপূর্ণ সেক্টরেই সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা এর মধ্যে ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। তাই অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, নাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে