চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বেন ডাকেটের বিস্ময়কর কীর্তি

নিজস্ব প্রতিবেদক: প্রায় তিন দশকের পথচলায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেছে অনেক দুর্দান্ত ইনিংস। তবে ইংল্যান্ডের বেন ডাকেট যা করলেন, তা এই ঐতিহ্যবাহী আসরের ইতিহাসের পাতায় রয়ে যাবে। এক অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে গড়লেন নতুন রেকর্ড—চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
গাদ্দাফি স্টেডিয়ামে ডাকেটের রাজকীয় ইনিংস
লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাকেট রচনা করলেন ১৬৫ রানের এক মহাকাব্যিক ইনিংস। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাস্টলের ১৪৫ রান, যা তিনি ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেছিলেন। এবার ডাকেট সেই রেকর্ড ভেঙে লিখলেন নতুন অধ্যায়।
১৪৫ রান ছুঁয়েছিলেন আরও একজন কিংবদন্তি—জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০২ সালে ভারতের বিপক্ষে কলম্বোতে সেই ইনিংস খেলেছিলেন তিনি, যদিও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। কিন্তু ডাকেটের ব্যাটিং অনন্য উচ্চতায় নিয়ে গেছে ইংল্যান্ডকে।
ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে নতুন দিগন্ত
ডাকেট কেবল চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ডই ভাঙেননি, তিনি ইংল্যান্ডের হয়ে আইসিসির যেকোনো ওয়ানডে ইভেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়েছেন। এতদিন ধরে এই রেকর্ড ছিল অ্যান্ড্রু স্ট্রসের দখলে, যিনি ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। ১৪ বছর পর ডাকেট সেই রেকর্ড নতুন করে লিখলেন।
ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে এক বিস্ময়কর ইনিংস
ডাকেটের ১৬৫ রান ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তার ওপরে আছেন মাত্র চারজন ব্যাটার—
১. বেন স্টোকস (১৮২ রান, নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০২৩)
২. জেসন রয় (১৮০ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে)
৩. অ্যালেক্স হেলস (১৭১ রান, পাকিস্তানের বিপক্ষে)
৪. রবিন স্মিথ (১৬৭ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে)
বেন ডাকেটের এই অসাধারণ ইনিংস শুধু রেকর্ড বইয়ে ঠাঁই পাবে না, বরং ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ওয়ানডে পারফরম্যান্স হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ব্যাট থেকে আসা প্রতিটি শট যেন ছিল একেকটি শিল্পকর্ম, যা ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে অনন্তকালের জন্য।
মারুফ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ