হৃদয়ের ইনজুরি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে এই হারের মাঝেও আলোর ছটা ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। ব্যথা সত্ত্বেও ব্যাট হাতে লড়াই করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি, যা সমর্থকদের মনে আশা জাগিয়েছে।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে হৃদয় বলেন, 'আলহামদুলিল্লাহ, আমার প্রথম ওয়ানডে সেঞ্চুরি করতে পেরে আনন্দিত। আশা করি, এটি আমাকে ভবিষ্যতে আত্মবিশ্বাস জোগাবে। ইনিংসের শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে আমরা চাপে পড়ে গিয়েছিলাম। তবে আমি ও জাকের আলী শান্ত মাথায় ইনিংস মেরামতের চেষ্টা করেছি।'
তবে দলের স্কোর আরও বড় হতে পারত বলে মনে করেন হৃদয়। তিনি বলেন, 'আমরা যদি ইনিংসের শেষ পর্যন্ত আরেকটু ভালোভাবে টিকে থাকতে পারতাম, তাহলে ২৭০ রান পর্যন্ত যেতে পারতাম। ভারত ৪৭ ওভারে জয় পেলেও চেজটা একেবারে সহজ ছিল না। আমরা অন্তত ৩০-৪০ রান কম করে ফেলেছি, যা পার্থক্য গড়ে দিয়েছে।'
দুবাইয়ের উইকেট প্রসঙ্গে হৃদয় কোনো অভিযোগ তোলেননি, বরং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন। 'উইকেট শুরুর দিকে কিছুটা কঠিন ছিল, তবে প্রতিপক্ষও সহজে ব্যাট করতে পারেনি। যেকোনো কন্ডিশনে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সব জায়গায় একই ধরনের উইকেট পাওয়া যাবে না, তাই মানিয়ে নেওয়ার দক্ষতা অর্জন করাই আসল চ্যালেঞ্জ।'
ম্যাচ চলাকালীন চোটের কারণে কিছুটা ভুগলেও হৃদয় লড়াই থামাননি। 'আলহামদুলিল্লাহ, এখন ভালো অনুভব করছি। তবে ম্যাচের সময় ক্র্যাম্পিং বেশ সমস্যার সৃষ্টি করেছিল। যদি শরীর ঠিক থাকত, তাহলে আরও ২০-৩০ রান যোগ করতে পারতাম। বাইরে থেকে হয়তো ব্যাটিং সহজ মনে হয়েছে, তবে পরিস্থিতি কঠিন ছিল, বিশেষ করে ৫ উইকেট পড়ে যাওয়ার পর। তখন ধৈর্য ধরে নিজের সঙ্গে কথা বলেছি—কীভাবে এখান থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়।'
নিজের ইনিংস সম্পর্কে তিনি আরও যোগ করেন, 'আমার লক্ষ্য ছিল পুরো ইনিংস ক্যারি করা। মাঝে কিছু ডট বল খেললেও আত্মবিশ্বাস ছিল যে পরবর্তী সময়ে তা কাভার করতে পারব। যদি ক্র্যাম্পিং না হতো, তাহলে হয়তো দলের স্কোর আরও বড় করা সম্ভব হতো। ভবিষ্যতে যদি এমন সুযোগ আসে, তাহলে আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ।'
রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ