ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

ভারত কে নিচে নামিয়ে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১০:৪৩:০৩
ভারত কে নিচে নামিয়ে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

চার দশক ধরে অক্ষুণ্ণ থাকা ভারতের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। ৪০ বছর আগে, ১৯৮৪ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে মাত্র ১২৫ রান করেও ৩৮ রানের জয় পেয়েছিল ভারত। ওয়ানডে ক্রিকেটে এতদিন এটাই ছিল সবচেয়ে কম রানে জেতার রেকর্ড। তবে এবার সেই রেকর্ড নতুন করে লিখল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ লিগ টু-এর ম্যাচে ওমানের বিপক্ষে মাত্র ১২২ রান করেও ৫৭ রানের বড় জয় পেয়েছে তারা।

এই ম্যাচে তৈরি হয়েছে আরও একটি অনন্য নজির। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচের সব ওভারই করেছেন স্পিনাররা। তবে সব উইকেট তাঁদের পকেটে না যাওয়ার একমাত্র কারণ ছিলেন নশতুশ কেনজিগে। তিনি ব্যাটিংয়ে স্পিনারদের ফাঁদে না পড়লেও দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন। তবে বল হাতে দলের জয়ে বড় অবদান রাখেন বাঁহাতি এই স্পিনার। ৭.৩ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। তার বিধ্বংসী বোলিংয়ের ফলে ১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৬৫ রানেই গুটিয়ে যায় ওমান। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন হামাদ মির্জা। তবে তাঁর ইনিংসও ওমানকে বড় ধাক্কা থেকে বাঁচাতে পারেনি, কারণ আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

এর আগে ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রের ইনিংসের একমাত্র ভরসা ছিলেন মিলিন্দ কুমার। ৮২ বলে ৬ চারের সাহায্যে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটে ভর করেই যুক্তরাষ্ট্র ১২২ রানের সংগ্রহ পায়। দলের অন্য ব্যাটারদের কেউই ১৬ রানের বেশি করতে পারেননি। তবে ব্যাটিংয়ের পর বোলিংয়েও জ্বলে ওঠেন মিলিন্দ। ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন এই অলরাউন্ডার। এছাড়া যুক্তরাষ্ট্রের হয়ে ইয়াসির মোহাম্মদও দুটি উইকেট নেন, আর হারমিত সিংয়ের ঝুলিতে যায় একটি উইকেট।

চার দশক আগে, ১৯৮৪ সালে পাকিস্তানের বিপক্ষে ভারতের ঐতিহাসিক জয়টি এসেছিল এক দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের ওপর ভর করে। সেদিন পাকিস্তানের বিপক্ষে ভারত মাত্র ১২৫ রান সংগ্রহ করেছিল। পাকিস্তানের পেস কিংবদন্তি ইমরান খান ছিলেন দুর্দান্ত। ১০ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি, যা ওয়ানডেতে তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। তবে তার দুর্দান্ত পারফরম্যান্সও পাকিস্তানকে জেতাতে পারেনি। ভারতের বোলাররা দুর্দান্ত বোলিং করে মাত্র ৮৭ রানেই অলআউট করে দেয় পাকিস্তানকে। কপিল দেব ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। লক্ষণ শিভারামাকৃষ্ণন ও রবি শাস্ত্রী দুটি করে উইকেট পান, আর রজার বিনি ও মদন লাল একটি করে উইকেট শিকার করেন।

চার দশক পর যুক্তরাষ্ট্রের এই জয়ে ভারতের সেই রেকর্ড ভাঙলেও ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে যাবে দুই ম্যাচের মধ্যে থাকা ঐতিহাসিক মিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে