ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

হাসনাত আবদুল্লাহ: 'আমরা চাই না অযোগ্য শাসক আমাদের শাসন করুক'

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ১৫ ২১:৩৭:২৬
হাসনাত আবদুল্লাহ: 'আমরা চাই না অযোগ্য শাসক আমাদের শাসন করুক'

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার দেবিদ্বারের ঐতিহ্যবাহী ধামতী দরবার শরীফে অনুষ্ঠিত ৭৭তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই না, যেখানে অযোগ্য শাসকরা আমাদের শাসন করবে। আমরা চাই একটি সমাজ, যেখানে দুর্নীতি, রাহাজানি, হানাহানি, গুম, খুন—এগুলো থাকবে না।"

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি আরও বলেন, "আমরা চাই একটি এমন বাংলাদেশ, যেখানে কোরআন ও হাদিসের বয়ান করার জন্য মাহফিল বন্ধ করা না হয়, যেখানে আলেম-ওলামাদেরকে মাইক কেড়ে নিয়ে তাদের কন্ঠ স্তব্ধ করা না হয়। আমরা চাই না এমন একটি দেশ, যেখানে দাড়ি ধরে ধরে আলেম-ওলামাদেরকে গ্রেপ্তার করা হয়।"

তিনি শক্তভাবে ঘোষণা করেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করতে পারবে নির্বিঘ্নে। আমরা একটি শান্তিপূর্ণ দেশ চাই, যেখানে ইসলামের সুশীতল ছায়ার তলে সবাই একত্রে শান্তিতে বসবাস করতে পারবে।"

ধামতী দরবার শরীফের পীর মাওলানা বাহাউদ্দীন আহমাদের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে হাসনাত আবদুল্লাহর সাথে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ বাসার, ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, মু. সাইফুল ইসলাম শহীদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এই মাহফিল ছিল ধর্মীয় ভ্রাতৃত্ব এবং সামাজিক শান্তির বার্তা প্রচারের এক ঐতিহাসিক মঞ্চ, যেখানে বক্তারা নিজেদের অনুভূতি শেয়ার করেন, এবং সবার জন্য শান্তিপূর্ণ, সমতাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এইচ/এম/এস

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে