ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

ব্রাজিলের দুঃস্বপ্নের নাম 'দিয়াবলিতো' এচেভেরি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১০:১৬:১৪
ব্রাজিলের দুঃস্বপ্নের নাম 'দিয়াবলিতো' এচেভেরি

আর্জেন্টিনার ফুটবলের নতুন বিস্ময় ক্লাউদিও এচেভেরি, যাঁকে ভালোবেসে ‘ডিয়াবলিতো’ (ছোট্ট শয়তান) নামে ডাকা হয়, ক্রমেই নিজেকে প্রতিপক্ষের জন্য এক ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করছেন। বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে যেন তিনি খেলার নতুন ব্যাখ্যা লিখছেন—প্রতিবার মাঠে নামলেই সেলেসাও রক্ষণকে বিধ্বস্ত করেন।

ব্রাজিলের বিপক্ষে আবারও সেই এচেভেরি!

ভেনেজুয়েলায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের হেক্সাগোনাল ফাইনালের চতুর্থ ম্যাচে, বৃহস্পতিবার, ব্রাজিলের বিপক্ষে আবারও নায়ক হয়ে উঠলেন এই তরুণ ফুটবলার।

ম্যাচের ৪০তম মিনিটে, আর্জেন্টিনা একটি পেনাল্টি লাভ করে। চাপের মুহূর্তেও এচেভেরি বরাবরের মতোই আত্মবিশ্বাসী। ব্রাজিলিয়ান গোলরক্ষককে ধোঁকা দিয়ে দুর্দান্ত এক 'পানেনকা' শটে বল জালে জড়ান, যেন এটি ছিল তাঁর জন্য এক খেলাচ্ছলে করা কাজ। ১-০ লিড এনে দিয়ে আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চই যেন তাঁর আসল জায়গা!

ব্রাজিলের জন্য দুঃস্বপ্নের নাম: এচেভেরি

এই ম্যাচ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ব্রাজিলের বিপক্ষে এচেভেরির দুর্দান্ত পারফরম্যান্সের আরও একটি অধ্যায়। ব্রাজিলের বিপক্ষে তাঁর প্রতিটি ম্যাচ যেন একেকটি দুঃস্বপ্ন!

২৩ এপ্রিল ২০২৩ – অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে এচেভেরি একটি গোল করেন, যদিও ম্যাচটি ৩-২ ব্যবধানে ব্রাজিল জিতে নেয়।

২৪ নভেম্বর ২০২৩ – অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে ইতিহাস সৃষ্টি করেন। একাই তিন গোল করে ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দেন এবং আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন। ১৯২৫ সালের পর কোনো আর্জেন্টাইন ফুটবলার প্রথমবারের মতো ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করলেন, সেটাও বিশ্বকাপের মঞ্চে!

১১ ফেব্রুয়ারি ২০২৪ – প্রাক-অলিম্পিক বাছাইপর্বে এচেভেরি মাত্র ১৮ বছর বয়সে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মাঠে নামেন। শেষ ১৫ মিনিট খেললেও তাঁর উপস্থিতি যেন বদলে দেয় ম্যাচের গতি!

২৪ জানুয়ারি ২০২৫ – ব্রাজিলের ইতিহাসে অন্যতম লজ্জার রাত! অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা ৬-০ গোলে ব্রাজিলকে উড়িয়ে দেয়। এচেভেরি ছিলেন সেই ম্যাচের অন্যতম স্থপতি—২ গোল ও ১টি অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রাখেন।

১৩ ফেব্রুয়ারি ২০২৫ – হেক্সাগোনাল ফাইনালে আবারও সেই পরিচিত দৃশ্য! ব্রাজিলের রক্ষণের বিপক্ষে দাঁড়িয়ে, ঠান্ডা মাথায় পেনাল্টি শটে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন।

ভবিষ্যতের তারকা, ব্রাজিলের জন্য ভয়ঙ্কর দুঃস্বপ্ন!

এচেভেরি শুধু প্রতিভাবান নন, তিনি বিশেষ মুহূর্ত তৈরি করেন, ইতিহাস লিখেন। ব্রাজিলের বিপক্ষে যেন তাঁর নিজস্ব এক গল্প চলছে—প্রতিবার মাঠে নামলেই নতুন অধ্যায় যুক্ত হয়।

আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা এখন স্বপ্ন দেখছেন, এই ‘ডিয়াবলিতো’ একদিন জাতীয় দলের মূল স্তম্ভ হবেন। মেসির উত্তরসূরি হয়ে আরও কত বার তিনি ব্রাজিলকে কাঁদাবেন? সেটাই দেখার অপেক্ষা!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে