ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

পাকিস্তানের তিন ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৭:৫৫:৩২
পাকিস্তানের তিন ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে অসদাচরণের জন্য শাস্তির মুখে পড়লেন পাকিস্তানের তিন ক্রিকেটার—শাহিন শাহ আফ্রিদি, কামরান গুলাম ও সৌদ শাকিল। ফিল্ডিংয়ের সময় প্রতিপক্ষ ব্যাটারের সঙ্গে বিতর্কে জড়ানোয় এবং অশোভন উদযাপনের কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আইসিসি। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি-এর আগে এ ধরনের শাস্তি পাকিস্তান দলের জন্য সতর্কবার্তা হয়ে এলো।

ম্যাচের ২৮তম ওভারে বোলিংয়ে আসেন শাহিন শাহ আফ্রিদি। স্ট্রাইকে ছিলেন ব্রিজকে। একটি রান নেওয়ার সময় ব্যাটারের পথে বাধা হয়ে দাঁড়ান আফ্রিদি এবং তার দিকে এগিয়ে গিয়ে কিছু বলেন। যদিও ব্রিজকে কোনো প্রতিক্রিয়া দেখাননি, তবে মাঠের আম্পায়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি সামাল দেন এবং আফ্রিদিকে সতর্ক করেন।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী প্রতিপক্ষের প্রতি অনৈতিক আচরণ ও শারীরিকভাবে বাধা দেওয়ার অপরাধে আফ্রিদির ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

এই ঘটনার কিছুক্ষণ পর রান আউট হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। আউট করার পর তাকে সামনে রেখেই জোরালোভাবে উদযাপন করেন কামরান গুলাম ও সৌদ শাকিল। প্রতিপক্ষকে উদ্দেশ্য করে এমন আচরণ ভালোভাবে নেননি বাভুমা, আর ম্যাচ রেফারিও বিষয়টি সমীচীন মনে করেননি।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী প্রতিপক্ষকে উদ্দেশ্য করে অপমানজনক আচরণ ও উগ্র উদযাপনের অভিযোগে গুলাম ও শাকিলের ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের দুজনকেই দেওয়া হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

শাহিন, গুলাম ও শাকিল—এই তিনজনের নামের পাশে আগে কোনো ডিমেরিট পয়েন্ট ছিল না। তবে এই শাস্তি তাদের জন্য বড় এক সতর্কবার্তা। কারণ চারটি ডিমেরিট পয়েন্ট হলেই এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

চ্যাম্পিয়নস ট্রফির আগে এমন ঘটনায় পাকিস্তান দলের জন্য সতর্কসংকেত বাজছে। মাঠে আগ্রাসী মানসিকতা থাকা স্বাভাবিক, তবে সেটি যেন আচরণবিধির সীমা না ছাড়িয়ে যায়, সে বিষয়ে এখন আরও সতর্ক থাকতে হবে বাবর আজমদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে