ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

দেশজুড়ে কড়া নজরদারি

আজ থেকে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৮:২৭:২৮
আজ থেকে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’

গাজীপুরে শুক্রবার রাতে ছাত্র ও সাধারণ মানুষের ওপর নৃশংস হামলার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান শুরু করছে যৌথ বাহিনী। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য অপরাধীদের আইনের আওতায় আনা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুরের হামলার ঘটনার পর শনিবার উচ্চপর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারা জরুরি সিদ্ধান্ত নেন। সেই বৈঠকেই ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর অনুমোদন দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শনিবার থেকে দেশব্যাপী এ অভিযান পরিচালিত হবে এবং অভিযানের বিস্তারিত তথ্য রবিবার এক প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

সূত্র বলছে, পতিত স্বৈরাচারের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার পেছনে রয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্যই এই অভিযান চালানো হবে। হামলায় আহত একাধিক শিক্ষার্থী ও সাধারণ নাগরিক এখনো চিকিৎসাধীন, যা এই ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে।

বিশেষ বাহিনীর এ অভিযানে রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহর ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় গোয়েন্দা তৎপরতা ও চিরুনি অভিযান চালানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সরকারি সূত্র বলছে, এই অভিযান অপরাধীদের জন্য হুঁশিয়ারি, এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে প্রস্তুত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে