ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের পাঁচ দফা দাবি

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৬:৪২:৫৪
১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের পাঁচ দফা দাবি

১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের জাতীয় ফোরাম তাদের পাঁচ দফা দাবির প্রতি সরকারের মনোযোগ আকর্ষণ করতে এক সংবাদ সম্মেলন আয়োজন করেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. মিরাজুল ইসলাম কর্মচারীদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন।

ফোরামের মূল দাবিগুলোর মধ্যে প্রধান ছিল দ্রুত নবম পে-স্কেল ঘোষণার পাশাপাশি এর পূর্ববর্তী সময়ের জন্য ৫০ শতাংশ মহার্ঘভাতা প্রদান। তারা দাবি করেছে যে, এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হলে সরকারি কর্মচারীরা আর্থিক বৈষম্য থেকে মুক্তি পাবে।

এছাড়াও, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করার পাশাপাশি সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া সমন্বিত এবং আধুনিক করার আহ্বান জানানো হয়। সংগঠনের নেতারা বলেছেন, কর্মচারীদের জন্য একক নিয়োগবিধি এবং শিক্ষা, যোগ্যতা অনুযায়ী পদোন্নতির পথ সুগম করতে হবে।

পাঁচ দফা দাবি ছিল:

১. নবম পে-স্কেল ও মহার্ঘভাতাতাড়াতাড়ি নবম পে-কমিশন গঠন করে বেতন বৈষম্য দূরীকরণ করা এবং নবম পে-স্কেল ঘোষণার আগে ৫০ শতাংশ মহার্ঘভাতা দেওয়া।

২. টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করাবর্তমান অসংগতিপূর্ণ নিয়োগবিধি পরিবর্তন এবং সমন্বিত নিয়োগ প্রণয়ন করতে হবে।

৩. পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগব্লকপোষ্ট প্রথা বিলুপ্ত করে সমহারে পদোন্নতি নিশ্চিত করা এবং আউটসোর্সিং প্রথা বাতিল করা।

৪. সরকারি কর্মচারীদের সুবিধা বাড়ানোসকল দফতর, অধিদফতর, পরিদফতর, সায়ত্বসাশিত প্রতিষ্ঠান ও করপোরেশনের কর্মচারীদের জন্য সচিবালয়ের মতো পদমর্যাদা ও গ্রেড প্রদান, এবং অন্যান্য সুবিধার পরিমাণ বাড়ানো।

৫. পেনশন ও গ্রাচুইটির হার বৃদ্ধি, ঝুঁকি ভাতা ও অতিরিক্ত কাজের জন্য ভাতা প্রদানপেনশনের হার ১০০ শতাংশ করা, গ্রাচুইটির পরিমাণ বাড়ানো, ঝুঁকিপূর্ণ কাজের জন্য ঝুঁকি ভাতা এবং অতিরিক্ত কাজের জন্য অভারটাইম ভাতা প্রদান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরি সভাপতি মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. কুদ্দুস মোল্লা, জিয়াউর রহমান, জহিরুল ইসলাম, সহ-সভাপতি মেরাজুল হক রানা জামাল বেগ, সারমিন রহমান, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক অভিজিত রায়সহ আরো অনেক সদস্য। বিভিন্ন দফতর ও অধিদফতরের কর্মচারী নেতারাও এতে অংশগ্রহণ করেন।

ফোরাম কর্তৃক উত্থাপিত এই দাবিগুলোর প্রতি সরকারের সহানুভূতি এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার পেতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে