আজ অভিষেক হচ্ছে সাকিবের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তারকাদের নিয়ে ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হয়েছে লিজেন্ড ৯০ লিগ। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে খেলছেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হলো, এই লিগে অংশ নিচ্ছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবাল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছেন সাকিব। তার দল দুবাই জায়ান্টস মুখোমুখি হবে রাজস্থান কিংসের। ম্যাচটি রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় সাকিব আল হাসান এবার এই বিশেষ লিগে খেলার সুযোগ পেয়েছেন। দুবাই জায়ান্টসের অন্যতম বড় তারকা হিসেবে তিনি এই ম্যাচে মাঠে নামবেন। অন্যদিকে, বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিজেন্ড ৯০ লিগে বিগ বয়েজ ইউনিকর্নস দলের হয়ে অংশ নেবেন।
দুই দলের স্কোয়াড
দুবাই জায়ান্টস:
সাকিব আল হাসান, থিসারা পেরেরা, কেনার লুইস, কেভিন ও'ব্রায়েন, ব্রেন্ডন টেলর, লিয়াম প্লাঙ্কেট, ডোয়াইন স্মিথ, হ্যামিল্টন মাসাকাদজা, রিচার্ড লেভি, লুক ফ্লেচার, রাহুল যাদব, ক্রিস্টোফার এম, সিড ত্রিবেদী, সেকুগে প্রসন্ন।
রাজস্থান কিংস:
ডোয়াইন ব্রাভো, অঙ্কিত রাজপুত, ফিল মাস্টার্ড, শাহবাজ নাদিম, ফয়েজ ফজল, শাদাব জাকাতি, জাসকরণ মালহোত্রা, ইমরান তাহির, জয়কিশান কোলসাওয়ালা, রাজেশ বিষ্ণোই, কোরি অ্যান্ডারসন, পঙ্কজ রাও, সামিউল্লাহ শিনওয়ারি, রজত সিং, অ্যাশলে নার্স, দৌলত জাদরান, মানপ্রিত গণি।
সাকিব আল হাসানের অংশগ্রহণের খবরে উচ্ছ্বসিত তার ভক্তরা। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন দাপট দেখানো এই অলরাউন্ডার এবার লিজেন্ড ৯০ লিগে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। দুবাই জায়ান্টসের হয়ে তিনি কেমন পারফর্ম করেন, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশি সমর্থকদের চোখ থাকবে আজকের ম্যাচে, যেখানে সাকিব আল হাসান প্রথমবারের মতো এই লিগে নামছেন মাঠে। বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচটি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ বিনোদনের উপলক্ষ্য হতে পারে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?