নিষিদ্ধ পাকিস্তান

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)-কে আবারও নিষিদ্ধ করেছে। ২০১৭ সালের পর এটি তৃতীয়বারের মতো ফিফার নিষেধাজ্ঞার শিকার হলো। পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) এই নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক ফুটবল কার্যক্রম থেকে বঞ্চিত হবে এবং ফিফার কোনো সহায়তাও পাবে না।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ফিফা জানায়, পাকিস্তান ফুটবল ফেডারেশন কর্তৃক তাদের প্রস্তাবিত সংবিধান সংশোধনের প্রতি অস্বীকৃতি জানানোয় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফিফা দীর্ঘদিন ধরে পাকিস্তানে ফুটবলের গঠনমূলক পরিবর্তন সাধনের জন্য প্রস্তাবনা দিচ্ছিল, তবে পিএফএফ কংগ্রেস তাদের সুপারিশ গ্রহণ করেনি, যার ফলে ফিফা পিএফএফের উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে।
ফিফার বিবৃতিতে বলা হয়, "পাকিস্তান ফুটবল ফেডারেশন যে সংশোধিত গঠনতন্ত্র প্রস্তাবিত করেছিল, তা গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় পিএফএফকে নিষিদ্ধ করা হলো। এর মাধ্যমে সুষ্ঠু, গণতান্ত্রিক নির্বাচনের পথ সুগম হতো এবং পিএফএফের স্বাভাবিককরণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হতো।"
এছাড়া, ফিফা তাদের বিবৃতিতে আরও জানায়, যদি পিএফএফ কংগ্রেস ফিফা এবং এএফসির প্রস্তাবিত সংশোধিত সংবিধানকে অনুমোদন দেয়, তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
পিএফএফের স্বাভাবিককরণ কমিটির চেয়ারম্যান, হারুন মালিক, জানান, "ফিফা আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে আমাদের সংবিধানে কিছু পরিবর্তন করতে চেয়েছিল। তবে পিএফএফ কংগ্রেসের নবনির্বাচিত সদস্যরা ফিফার প্রস্তাব মেনে নেননি।"
নিষেধাজ্ঞার কারণে, পাকিস্তানের কোনো ফুটবল দল আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না, এবং পিএফএফ কোনো সহায়তাও পাবে না। এটি পাকিস্তানে ফুটবল সম্পর্কিত কার্যক্রমে এক গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা তৈরি করবে।
ফিফা যদি ভবিষ্যতে পিএফএফের গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত তাদের সুপারিশ মেনে নেয়ার প্রক্রিয়া দেখে, তবে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে। তবে, যতক্ষণ না পর্যন্ত এই সংশোধনী কার্যকর করা হবে, ততদিন পাকিস্তান ফুটবল আন্তর্জাতিক স্তরে কোনো কার্যক্রম চালাতে পারবে না।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট