ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

শেষ হলো খুলনা বনাম চিটাগং এর সেমি ফাইনাল ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৫ ২২:২২:২৯
শেষ হলো খুলনা বনাম চিটাগং এর সেমি ফাইনাল ম্যাচ

আজ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় চট্রগ্রামের অধিনায়ক মিঠুন। টস হেরে ব্যাটার করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে

আজ ব্যাট হাতে শুরুটা মোটেই ভালো হয়নি খুলনা টাইগার্সের। শুরতেই ফর্মে থাকা ওপেনার মেহেদি হাসান মিরাজের উইকেট হারায় খুলনা। ৬ বলে ২ রান করেন তিনি। তিন নম্বরে ব্যাটিংয়ে এসে ডাকা মারেন অ্যালেক্স রস। চারে ব্যাটিংয়ে আসা আফিফ হোসেন ১৪ বলে করেন ৮ রান।

এই ফর্মে থাকা নাঈম শেখও রান করতে পারেননি। ২২ বলে ১৯ রান করে ফিরেন তিনি। তবে মাহমুদুল অঙ্কন ও শিমরন হেটমায়ারের ব্যাটে ভরে মাঝাড়ি টার্গেট দাড় করায় খুলনা। ৩২ বলে ৪১ রান করেন মাহমুদুল হাসান অঙ্কন। ৩৩ বলে ৬৩ রান করেন শিমরন হেটমায়ার। শেষের দিকে ৫ বলে ১২ রান করেন জেসন হোল্ডার। নাওয়াজের ব্যাট থেকে আসে ২ বলে ৫ রান।

১৬৪ রানের টার্গেটে ব্যাটার করতে নেমে শুরতেই দুই উইকেট হারালেও ভালো ভাবে ঘুরে দাড়ায় চিটাগং কিংস। খাজা নাফায়ে ও হুসাইন তালাতের ব্যাটে থেকে গুরুত্বপূর্ণ ইনিংস। ৪৬ বলে ৫৭ রান করেন খাজা নাফায়ে ও ২৫ বলে ৪০ রান করেন হুসাইন তালাত। মুলতো তাদের ব্যাটে ভর করে ম্যাচে ছিল চিটাগং কিংস।

শেষের দিকে আরাফাত সানি ও আলিস আল ইসলামের ব্যাটে জয়ের বন্দরে পৌছে যায়। ১৩ বলে ১৮ রান করেন আরাফাত সানি। শেষ বলে ৪ রান দরকার ছিল চার মেরে দলের জয় নিশ্চিত করে আলিস আল ইসলাম। ২ উইকেট জয় তুলে নিয়ে ফাইনালে চিটাগং কিংস। ফাইনালে বরিশালের মুখোমুখি হবে তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে