ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

কোচ-ফুটবলার দ্বন্দ্ব, বৃহস্পতিবার প্রতিবেদন হস্তান্তর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৪ ২২:১১:০৭
কোচ-ফুটবলার দ্বন্দ্ব, বৃহস্পতিবার প্রতিবেদন হস্তান্তর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে ১৮ জন নারী ফুটবলার একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠির ভিত্তিতে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের। সেই অনুযায়ী, আগামী বৃহস্পতিবার কমিটি তাদের প্রতিবেদন বাফুফে সভাপতির কাছে হস্তান্তর করবে।

আজ (মঙ্গলবার) বাফুফে ভবনে বিশেষ কমিটির প্রধান ও সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা বৃহস্পতিবারই সভাপতির নিকট প্রতিবেদন উপস্থাপন করব। আগামীকাল (বুধবার) সভা হতেও পারে, নাও হতে পারে। সহকারী কোচিং স্টাফ ও নারী উইংয়ের সঙ্গে প্রয়োজনবোধে আলোচনা হতে পারে। তবে আমরা বৃহস্পতিবার প্রতিবেদন দিচ্ছি, এটা নিশ্চিত।’

বিশেষ কমিটি গত রবিবার ও সোমবার ১৮ জন নারী ফুটবলারের সঙ্গে কথা বলেছে। আজ (মঙ্গলবার) কমিটির সামনে হাজির হন নারী দলের প্রধান কোচ, ব্রিটিশ নাগরিক পিটার বাটলার। প্রায় আধা ঘণ্টা ধরে তিনি কমিটির সামনে ছিলেন এবং নারী ফুটবলারদের করা অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। জানা গেছে, তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খণ্ডন করেছেন।

বিশেষ কমিটির একটি সূত্র জানিয়েছে, পিটার বাটলার কয়েকজন নারী ফুটবলারের পারফরম্যান্স ও শৃঙ্খলা নিয়ে নিজের পর্যবেক্ষণ দিয়েছেন। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যের ভিত্তিতে ইঙ্গিত পাওয়া গেছে কার বিষয়ে তিনি কথা বলেছেন।

তবে শুধু খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়েই নয়, কাঠমান্ডু সফরে কোচ বাটলার নিজেও শৃঙ্খলাভঙ্গ করেছেন বলে অভিযোগ রয়েছে। নারী ফুটবলার মনিকার মন্তব্যের পর তিনি এক গণমাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন। এমনকি কাঠমান্ডুতে থাকা বাংলাদেশি সাংবাদিকদের কাছে দলের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের দিকেও ইঙ্গিত করেছিলেন।

এখন প্রশ্ন উঠছে, বাফুফের বিশেষ কমিটি যদি শুধু খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়টিকেই বড় করে দেখে এবং কোচের আচরণ নিয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তাদের প্রতিবেদনও সমালোচনার মুখে পড়তে পারে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান সাধারণত নির্বাহী কমিটির সব সভায় সরাসরি উপস্থিত থাকেন না। তবে এবার বিশেষ কমিটির দায়িত্ব পাওয়ার পর তিনি টানা চার দিন বাফুফে ভবনে এসে ফুটবলার ও কোচের সাক্ষ্য গ্রহণ করেছেন। এখন দেখার বিষয়, বৃহস্পতিবার তার নেতৃত্বাধীন কমিটি সভাপতির কাছে কেমন প্রতিবেদন দেয় এবং তাতে কী সুপারিশ করা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে