ঐতিহাসিক মাইলফলকের সামনে কোহলি

ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র বিরাট কোহলি আবারও ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। ১৪,০০০ ওয়ানডে রানের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন মাত্র ৯৪ রান। তবে এ রেকর্ড গড়ার জন্য তাঁর হাতে সময় খুবই সীমিত—এটা বললে ভুল হবে! বাস্তবে, এই রান করতে তাঁর হাতে রয়েছে আরও ৭৬টি ইনিংস।
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ১৯ বছর পুরোনো একটি রেকর্ড ভাঙার সুযোগ তৈরি হয়েছে কোহলির সামনে। ১৪,০০০ রান করতে টেন্ডুলকার খেলেছিলেন ৩৫০ ইনিংস, আর শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা লেগেছিল ৩৭৮ ইনিংস। কিন্তু বিরাট কোহলির সামনে রয়েছে এক অসাধারণ সুযোগ—তিনি যদি মাত্র ২৮৬ ইনিংসে এই রেকর্ড স্পর্শ করতে পারেন, তাহলে ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে নাম লেখাবেন।
২৯৫ ওয়ানডে ম্যাচে ১৮৩ ইনিংসে ব্যাট করে কোহলির সংগ্রহ ১৩,৯০৬ রান। এখন তাঁর প্রয়োজন আর মাত্র ৯৪ রান, যা করতে পারলেই তিনি বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১৪,০০০ রানের ক্লাবে প্রবেশ করবেন।
বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে কোহলির পরে আছেন রোহিত শর্মা, যার সংগ্রহ ১০,৮৬৬ রান। অর্থাৎ, আপাতত এই মাইলফলকে পৌঁছানোর মতো অবস্থানে আর কেউ নেই।
কোহলির সামনে এখন পরবর্তী সুযোগ ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। যদি তিনি এই সিরিজেই ৯৪ রান পূর্ণ করতে পারেন, তাহলে টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ১৪,০০০ রান করা দ্রুততম ব্যাটসম্যানের তকমা পেয়ে যাবেন।
তবে এই সিরিজেই রেকর্ডটি না গড়তে পারলে হতাশ হওয়ার কিছু নেই। কেননা, এরপরও তাঁর হাতে থাকবে আরও ৭৩টি ইনিংস, যেখানে তিনি নিশ্চিন্তেই গড়ে নিতে পারেন নতুন ইতিহাস। এখন দেখার বিষয়, ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই কোহলি কি এই মাহেন্দ্রক্ষণ স্পর্শ করতে পারেন, নাকি অপেক্ষাটা আরও কিছুটা দীর্ঘায়িত হয়!
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?