ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া

আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫ পুলিশ আহত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০২ ২৩:১৪:৫৪
আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫ পুলিশ আহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই সহিংস ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পুলিশ সাফায়েত গাজী নামের এক কর্মীকে আটক করলে উত্তেজনা সৃষ্টি হয়। নেতাকর্মীরা সাফায়েতকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা শুরু করেন, যার ফলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হন এবং একটি পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, ‘‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়ে পুলিশের গাড়িটি ভাঙচুর করেছেন। ইটের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন, তবে তারা এখন সুস্থ রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’’ তিনি আরো জানান, ‘‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’

এদিকে, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করার পাশাপাশি এক পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক ঘটনাস্থলে এসে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে থানার ওসির কাছে হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, ‘‘আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যকে তাদের কাছ থেকে উদ্ধার করি এবং থানার ওসির কাছে দিয়ে এসেছি।’’

এ ঘটনার পর থেকে এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে