ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

বিপিএলের প্লে-অফ নিশ্চিত করলো ৪ দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৭:১৭:৪৪
বিপিএলের প্লে-অফ নিশ্চিত করলো ৪ দল

বিপিএলে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে ৪ দল। প্লে-অফের খুব কাছে ছিল রাজশাহী। তবে খুলনা টাইগার্স আজ ঢাকাকে হারিয়ে বিপিএলের প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে। ফলে বিদায় নিয়েছে রাজশাহী।

বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তামিমের ফরচুন বরিশাল। ১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট ফরচুন বরিশালের। শীর্ষ নিশ্চিত করে ফেলেছে দলটি। তবে এখনো গ্রুপ পর্বে এক ম্যাচ বাকি আছে। দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে তামিমরা।

টেবিলের দ্বিতীয় স্থানে আছে চলতি আসরে সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স। টানা ৮ জয়ে আসরে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে সোহানের দল। তবে এরপরেই নিজেদের হারিয়ে খুজছে দলটি। এরপর টানা ৪টি ম্যাচ হেরে এখন দ্বিতীয় স্থান ধরে রাখতে তাকিয়ে থাকতে অন্য দলের দিকে।

চলমান বিপিএলের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে চিটাগাং কিংস। ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। সেই সাতে তাদের সুযোগ আছে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠার। নিজেদের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে তারা।

৪র্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে মিরাজের খুলনা টাইগার্স। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে রেটিং পয়েন্টে এগিয়ে থেকে রাজশাহীকে বিদায় করে প্লে-অফে গেছে মিরাজরা। দুই দলের পয়েন্ট ১২ করে ছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে