ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

দুর্দান্ত বোলিংয়ে বিপিএলে নতুন ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৬:৫৮:৪৫
দুর্দান্ত বোলিংয়ে বিপিএলে নতুন ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

চলমান বিপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার। ব্যাটে বলে দুই বিভাগেই রাজ করছে বাংলাদেশের ক্রিকেটাররা। এবার নতুন রেকর্ড গড়লেন হাসান মাহমুদ। এর আগের ম্যাচেই বিপিএলের অন্যতম ম্যাজিকাল বোলিং ফিগার গড়েছিলেন চিটাগাং কিংসের পেসার শরিফুল ইসলাম। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন শরিফুল।

আজ আরও একটি রেকর্ড গড়েছেন হাসান মাহমুদ। মাত্র ৫ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। বিপিএলের ইতিহাসে শরিফুলের চেয়ে এগিয়ে আছেন হাসান মাহমুদ। ৩.২ ওভার বলে করে ৫ রান খরচায় নিয়েছিলেন ৪ উইকেট। অন্য দিকে হাাসান মাহমুদ নিজের ৪ ওভার শেষে করেছেন। নিজের বোলিং কোট শেষ করেছেন এমন বোলারদের মধ্যে হাসান মাহমুদ এখন সবার উপরে।

এর আগের ম্যাচে শরিফুল ইসলামের ইকোনিমি রেট ছিল ১.৫০। আজ হাসান মাহমুদ নিজের পুরো স্পেল শেষ করেছেন মাত্র ১.২৫ ইকোনমিতে। আর এতেই ইতিহাস গড়েছেন এই পেসার। তবে তিনি একাই শীর্ষে থাকছেন না। তার সাথে পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং বাংলাদেশের নাহিদুল ইসলামও যৌথ ভাবে শীর্ষে রয়েছেন।

তবে নিজ নিজ স্পেলে হাসান মাহমুদ ও শহীদ আফ্রিদি দুজনেই পেয়েছেন ২টি করে উইকেট। ২০১৫ আসরে বরিশাল বুলসের বিপক্ষে সিলেট সুপারস্টার্সের হয়ে ৫ রান খরচায় নিয়েছিলেন ২টি উইকেট। অন্য দিকে ২০২২ সালে ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নাহিদুল ইসলাম ৪ ওভারের স্পেলে ৫ রানের খরচায় নিয়েছেন ৩ উইকেট।

তবে সর্বোপরি বিপিএলের ইতিহাসে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং আরাফাত সানির দখলে। ২.৪ ওভার বল করে কোনো রান খরচ না করে পেয়েছিলেন ৩ উইকেট। ২০১৬ আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খুলনা টাইগার্সের বিপক্ষে অবিশ্বাস্য সেই স্পেল করেছিলেন এই স্পিনার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে