এমবাপের দুরন্ত হ্যাটট্রিকে রিয়ালের জয়, শীর্ষস্থানে আরও দৃঢ় অবস্থান

লা লিগায় দুর্দান্ত এক রাত কাটালেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিকের সুবাদে ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোস। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শুরুতে ভায়াদোলিদ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দ্বিতীয় মিনিটেই তাদের সেলিম আমাল্লাহ ও ডেভিড তোরেসের যুগল আক্রমণ বিপদ তৈরি করেছিল। তবে থিবো কোর্তোয়া দেখান কেন তাকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক বলা হয়। তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শট প্রতিহত করে রিয়ালকে ম্যাচে টিকিয়ে রাখেন।
প্রথমার্ধে বেশ খানিকটা সময় রিয়ালের খেলায় তালমাটাল ভাব দেখা যায়। কিন্তু ৩০ মিনিটের পর জুড বেলিংহামের দারুণ পাস থেকে এমবাপের জোরালো শট প্রতিপক্ষের জালে জড়ায়। এই গোলেই প্রাণ ফিরে পায় রিয়াল। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
বিরতির পরও ভায়াদোলিদ কিছু সুযোগ তৈরি করলেও তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান কোর্তোয়া। ৫৭ মিনিটে ম্যাচে আরও একবার এমবাপের ঝলক দেখা যায়। রদ্রিগোর অসাধারণ পাস ধরে এমবাপে বল নিয়ে ডি-বক্সে ঢুকে যান এবং দারুণ আড়াআড়ি শটে ব্যবধান দ্বিগুণ করেন।
ম্যাচের যোগ করা সময়ে ভায়াদোলিদের ডিফেন্ডার মার্টিন বেলিংহ্যামকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। একই সঙ্গে মার্টিন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। পেনাল্টি থেকে গোল করে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। এই গোল রিয়ালের জয়ের ব্যবধান ৩-০-তে নিয়ে যায়।
এই জয়ের ফলে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৯ এবং সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাতলেটিক বিলবাও।
এমবাপের এমন দুর্দান্ত পারফরম্যান্স রিয়াল সমর্থকদের কাছে স্বস্তি এনে দিয়েছে। লা লিগার শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে আনচেলত্তির দল।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?