ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: ২ সমন্বয়ককে গ্রেপ্তার করলো যৌথ বাহিনী

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ জানুয়ারি ২২ ২১:১১:৪৯
ব্রেকিং নিউজ: ২ সমন্বয়ককে গ্রেপ্তার করলো যৌথ বাহিনী

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুদের অভিযোগে অভিযান চালিয়ে দুই সমন্বয়ককে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন জিল্লুর রহমান হৃদয় (২৮) ও মাসুদ রানা (২৬)। আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে আমুয়াকান্দা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারত থেকে চোরাচালান হয়ে আসা চিনি ও জিরার মজুত পাওয়া যায়। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করা হয়েছে। ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোরাচালান নিয়ে নানা অভিযোগ উঠছিল। যৌথ বাহিনীর এ অভিযানে এলাকায় চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপের আশার আলো দেখছে জনগণ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে