ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

সেঞ্চুরি করে তামিম ও গেইলের পাশে বিজয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ জানুয়ারি ২০ ১০:১৩:২৫
সেঞ্চুরি করে তামিম ও গেইলের পাশে বিজয়

শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হলো রাজশাহীর। দুর্দান্ত সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না এনামুল হক বিজয়। খুলনা টাইগার্সের বিপক্ষে ১৭ রান প্রয়োজন ছিল শেষ ওভারে। কিন্তু শেষ ওভারের ৬ বলে রান এসেছে মাত্র ৯। বিজয়ের হার না মানা লড়াই তাই রঙ পেল কেবল ব্যক্তিগত অর্জনের খাতায়।

৫৭ বলে ১০০ রানের ইনিংসে বিজয় মেরেছেন ৯টি চার ও ৫টি ছক্কা। বিপিএলে এটি তার প্রথম সেঞ্চুরি। তবে পুরস্কার বিতরণী মঞ্চে বিজয় নিজেই জানালেন তার হতাশার কথা, কারণ তার ইনিংসও জয় এনে দিতে ব্যর্থ হয়েছে রাজশাহীকে।

এই সেঞ্চুরির মাধ্যমে এনামুল হক বিজয় ঢুকে গেছেন বিপিএলের এক বিশেষ তালিকায়। ১০০ ছক্কার ক্লাবে নাম লেখালেন তিনি। বিপিএলের ইতিহাসে এই কীর্তি আগে গড়েছেন কেবল ৪ জন ব্যাটার—ক্রিস গেইল, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বিজয়ের ছক্কা সংখ্যা এখন ১০৪।

তবে সেঞ্চুরি ও ১০০ ছক্কার অনন্য কৃতিত্ব এখন পর্যন্ত মাত্র তিনজন ব্যাটারেরই আছে—ক্রিস গেইল, তামিম ইকবাল এবং এখন এনামুল হক বিজয়।

বিপিএলে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ধরে রেখেছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল। তার সেঞ্চুরি ৫টি, ছক্কা ১৪৩টি। তামিম ইকবালের রয়েছে ২টি সেঞ্চুরি ও ১১৯টি ছক্কা। বিজয়ের প্রথম সেঞ্চুরি এলেও তার ছক্কা সংখ্যা ইতিমধ্যেই পৌঁছেছে ১০৪-এ।

মুশফিকুর রহিম (১০২ ছক্কা) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১০০ ছক্কা) ছক্কার সেঞ্চুরি করলেও বিপিএলে তারা কখনো সেঞ্চুরির দেখা পাননি। মুশফিকের সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৮ এবং মাহমুদউল্লাহর সর্বোচ্চ ৭৩।

বিজয়ের এই সেঞ্চুরি শুধু তার ব্যক্তিগত কৃতিত্বেই সীমাবদ্ধ থাকেনি। এটি ছিল ২০২৫ বিপিএলের সপ্তম সেঞ্চুরি, যা এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির নতুন রেকর্ড। এর আগে ২০১৯ সালে এক আসরে ৬টি সেঞ্চুরির রেকর্ড হয়েছিল। এবারের বিপিএলে এখনও ২০টি ম্যাচ বাকি, ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

বিজয়ের ইনিংসটি তার ক্যারিয়ারের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। তবে দলের জয় নিশ্চিত করতে না পারার আক্ষেপ তাকে তাড়িয়ে বেড়াবে। রাজশাহীর সমর্থকরা এখন আশায় রয়েছেন, পরবর্তী ম্যাচগুলোতে বিজয়ের ব্যাট থেকে আবারও এমন ঝড় উঠবে, যা এবার দলকে জয়ের বন্দরে পৌঁছে দেবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে