যেভাবে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম হলেন সুশোভন

মেধা, পরিশ্রম আর আত্মবিশ্বাস—এই তিনটি গুণের মিশেলে দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন খুলনার সুশোভন বাছাড়। ৯০ দশমিক ৭৬ নম্বর পেয়ে তিনি সবার শীর্ষে উঠে এসেছেন। বিশেষ বিষয় হলো, কোনও কোচিংয়ের সাহায্য ছাড়াই তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন পরীক্ষার্থী। দেশের ১৯টি কেন্দ্রে একাধিক ভেন্যুতে আয়োজিত এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন। তবে প্রতিযোগিতার তীব্রতা ছিল চরম। ৫ হাজার ৩৮০টি আসনের জন্য প্রতি আসনে ২৫ জন শিক্ষার্থীর প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে সুশোভনের গ্রামের বাড়ি। তবে বর্তমানে তিনি খুলনা শহরের আজিজের মোড় এলাকায় বসবাস করেন। তার বাবা সুভাস চন্দ্র বাছাড় একজন স্কুল শিক্ষক এবং মা বন্দনা সেন গৃহিণী। একমাত্র সন্তান সুশোভন ছোটবেলা থেকেই লেখাপড়ায় মেধাবী ছিলেন। তিনি টিঅ্যান্ডটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন।
ফলাফল ঘোষণার পর সুশোভনের পরিবারে বইছে আনন্দের বন্যা। বাবা সুভাস চন্দ্র বাছাড় বলেন, “আমার ছেলে বরাবরই পরিশ্রমী। ডাক্তার হওয়ার স্বপ্ন সে ছোটবেলা থেকেই লালন করে এসেছে। তবে কোচিং ছাড়া প্রথম স্থান অর্জন করবে, তা ভাবিনি। তার এই সাফল্য আমাদের গর্বিত করেছে।”
নিজের সাফল্যের বিষয়ে সুশোভন বলেন, “ফলাফল দেখে প্রথমে বিশ্বাস হচ্ছিল না। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আমার ইচ্ছা একজন ভালো মানুষ এবং মানবিক চিকিৎসক হওয়ার। আমি সবসময় নিজের ওপর বিশ্বাস রেখেছি এবং পরিশ্রম করেছি। দোয়া করবেন, যেন স্বপ্ন পূরণ করতে পারি।”
তিনি আরও বলেন, কোচিংয়ে ভর্তি না হলেও সুশৃঙ্খল পড়াশোনা এবং নিজের লক্ষ্য ঠিক রেখে প্রস্তুতি নিয়েছেন। নিয়মিত অধ্যবসায়ই তাকে এই সাফল্য এনে দিয়েছে।
খুলনার শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সুশোভনের এই কৃতিত্ব। ২০২১-২২ শিক্ষাবর্ষে একইভাবে খুলনার মজিদ মেমোরিয়াল সিটি কলেজের শিক্ষার্থী সুমাইয়া মোসলেম মিম মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন।
সুশোভনের সাফল্য প্রমাণ করেছে, দৃঢ় ইচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে কোনও প্রতিবন্ধকতাই বড় হতে পারে না। কোচিং ছাড়াই দেশের শীর্ষে জায়গা করে নেওয়া তার এই কৃতিত্ব অন্য শিক্ষার্থীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- পিএসএল ২০২৫: রিশাদ হোসেনের প্রথম অনুশীলনেই দুর্দান্ত বোলিং
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পিএসএল ২০২৫: লিটনের জোড়া ছক্কা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি আর নেই — শোকস্তব্ধ বিশ্ব
- ঢাকার বিক্ষোভে নেতানিয়াহুর ছবি পেটানো, ইসরায়েলি মিডিয়ায় আলোড়ন
- বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা