ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

বিরাট কোহলির কারণে পাল্টে গেলেন সাব্বির রহমান, ফিরতে চান জাতীয় দলে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ জানুয়ারি ১৯ ১৫:৫৮:১৭
বিরাট কোহলির কারণে পাল্টে গেলেন সাব্বির রহমান, ফিরতে চান জাতীয় দলে

ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির একটি ইন্টারভিউ বদলে দিয়েছে সাব্বির রহমানের জীবন। জাতীয় দল থেকে বাদ পড়া এবং মাঠ ও মাঠের বাইরে বিতর্কের মধ্যে থাকা সাব্বির সেই ইন্টারভিউ থেকে প্রেরণা নিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। কঠোর পরিশ্রম আর মানসিক দৃঢ়তায় জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

জাতীয় দল থেকে বাদ পড়ার পর সাব্বির রহমানের জীবন ছিল অনেক চ্যালেঞ্জে ভরা। একাধিক বিতর্ক এবং পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবে তাকে দীর্ঘদিন দলের বাইরে থাকতে হয়েছে। তবে তিনি হাল ছাড়েননি। একাকী কঠোর পরিশ্রম চালিয়ে গেছেন। সম্প্রতি লঙ্কান প্রিমিয়ার টি-টেন লিগে খেলার সুযোগ কাজে লাগিয়ে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।

সাব্বির বলেন, "বিরাট কোহলির ইন্টারভিউ আমাকে শিখিয়েছে, ছোট ছোট টেকনিক্যাল পরিবর্তন কেমন বড় পার্থক্য আনতে পারে। আমি ব্যাটিং গ্রিপ আর টেকনিকে পরিবর্তন এনেছি। কঠোর পরিশ্রমই আমার সফলতার চাবিকাঠি।"

ক্যারিয়ারের শুরুর দিকের বিতর্কিত ঘটনার জন্য সমালোচনার শিকার হয়েছেন সাব্বির। তবে এখন সেই সমালোচনাকেই শক্তি হিসেবে কাজে লাগাচ্ছেন। তিনি বলেন, "বিপিএলে যখন দর্শকরা ভুয়া ভুয়া বলে চিৎকার করে, তখন আমি সেটা অনুপ্রেরণা হিসেবে নিই। এটা আমাকে মনে করিয়ে দেয়, আরও ভালো করতে হবে।"

বিপিএলের একটি ম্যাচে নয়টি ছক্কা হাঁকিয়ে আলোচনায় এসেছেন সাব্বির। সেই পারফরম্যান্স তাকে জাতীয় দলে ফেরার পথে এগিয়ে দিচ্ছে। তিনি বলেন, "জাতীয় দলে ফেরার জন্য প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে চাই। আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে।"

সম্প্রতি তামিম ইকবালের সঙ্গে মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। এ বিষয়ে সাব্বির জানান, "তামিম ভাই আমার সিনিয়র। তিনি হয়তো ভালো কিছু বোঝাতে চেয়েছেন। আমি সেটি ভুলে গেছি এবং এ নিয়ে আর ভাবি না।"

সাব্বিরের লক্ষ্য বিপিএলের বাকি ম্যাচগুলোতে বড় ইনিংস খেলা। তার বিশ্বাস, নিজের পারফরম্যান্স দিয়ে তিনি আবারও জাতীয় দলে জায়গা পাবেন। তিনি বলেন, "আমি আর কোনো সুযোগ নষ্ট করতে চাই না। কঠোর পরিশ্রম করছি এবং ইতিবাচক থাকার চেষ্টা করছি।"

বিরাট কোহলির একটি ইন্টারভিউ আর নিজের প্রচেষ্টা সাব্বির রহমানের জীবনে এনেছে বড় পরিবর্তন। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার এখন নতুন উদ্যমে নিজেকে প্রস্তুত করছেন। তার একমাত্র লক্ষ্য জাতীয় দলে ফিরতে নিজের সেরাটা দেওয়া।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে