ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

র্শতে অনুশীলনে ফিরল দুর্বার রাজশাহী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ জানুয়ারি ১৬ ১১:১০:০০
র্শতে অনুশীলনে ফিরল দুর্বার রাজশাহী

দিনভর নানা ঘটনার পর এবং এক বিব্রতকর পরিস্থিতি পেরিয়ে অবশেষে অনুশীলনে ফিরেছে বিপিএলের দল দুর্বার রাজশাহী। আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। তবে তার আগেই নিজেদের সব কার্যক্রম বন্ধ রেখেছিল এই দলটি। বিপিএলের অর্ধেক অংশ শেষ হয়ে গেলেও রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা এখনো তাদের পারিশ্রমিকের ১ টাকাও পাননি।

এ নিয়ে দলের ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ ছিল। এই কারণেই গতকাল অনুশীলনের কথা থাকলেও কেউ মাঠে নামেননি। পরে দিনভর নানা আলোচনার পর সন্ধ্যায় একটি বৈঠক হয়। সেই বৈঠকের পর রাজশাহী কর্তৃপক্ষ তাদের পাওনা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেয়। এরপর আজ বৃহস্পতিবার সকালেই মাঠে দেখা যায় রাজশাহীর ক্রিকেটারদের।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সকালে অনুশীলন শুরু করেন খেলোয়াড়রা। দলের অধিনায়ক এনামুল হক বিজয়ও অনুশীলনে অংশ নেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে