ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

লুৎফুজ্জামান বাবর কখন মুক্তি পাচ্ছেন, যা জানা গেল

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ জানুয়ারি ১৪ ১৯:৩৯:১২
লুৎফুজ্জামান বাবর কখন মুক্তি পাচ্ছেন, যা জানা গেল

দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে হাইকোর্টের দেয়া খালাসের রায় আজ (১৪ জানুয়ারি) ঢাকার কেন্দ্রীয় কারাগারে পৌঁছাবে। আইনজীবী শিশির মনির জানিয়েছেন, রায়ের কাগজপত্র দ্রুত পৌঁছালে, আজই বাবর মুক্তি পাবেন।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায় ঘোষণা করেন। এরপর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, "রায় পৌঁছানোর পর বাবরের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।" ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানিয়েছেন, "এখনও সব কাগজপত্র এসে পৌঁছায়নি, তবে আজ পৌঁছালে আজই মুক্তি পাবে বাবর।"

বাবরের খালাসের খবর এলেও, মামলা এখনও বহুল আলোচিত। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ঘাট থেকে দশ ট্রাক অস্ত্র জব্দ হয়, যার পর এই মামলা দায়ের হয়। আগের বিচারিক আদালতের রায়ে, ১৪ আসামিকে ফাঁসির আদেশ দেয়া হয়েছিল, কিন্তু হাইকোর্টের রায়ে ৫ জনের খালাস হয়, যাদের মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ছাড়াও, আরও চারজন আসামি খালাস পেয়েছেন, তারা হলেন চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার, ইউএফএল-এর সাবেক মহাব্যবস্থাপক এ কে এম এনামুল হক, এনএসআই-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমীন।

এছাড়া, ১০ বছর কারাদণ্ড পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন এনএসআই-এর সাবেক পরিচালক সাহাব উদ্দিন আহাম্মদ, সাবেক উপপরিচালক মেজর লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান এবং চোরাকারবারী হাফিজুর রহমান। মৃত্যুর কারণে যাদের আপিল বাতিল হয়েছে, তারা হলেন এনএসআই-এর সাবেক মহাপরিচালক আব্দুর রহিম, জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, চোরাকারবারি দীন মোহাম্মদ ও চোরাকারবারির সহযোগী হাজী আবদুস সোবহান।

২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি, মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়েছিল এবং ওই সময়ই আপিল করেন দণ্ডপ্রাপ্তরা। আজকের রায়ের ফলে, লুৎফুজ্জামান বাবরের মুক্তির পথ স্পষ্ট হয়ে উঠেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে