ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ০ মাঘ ১৪৩১

হৃদয় বিদারক ঘটনা, কৃষকদের জড়ো করে গু লি, ৪০ জনের মৃ ত্যু

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ জানুয়ারি ১৩ ২৩:২৭:০৪
হৃদয় বিদারক ঘটনা, কৃষকদের জড়ো করে গু লি, ৪০ জনের মৃ ত্যু

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে ইসলামিক স্টেটের মিত্র সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) এক ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন কৃষককে নির্বিচারে হত্যা করেছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, এই হামলায় নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে এবং নিহতের প্রকৃত সংখ্যা জানতে গোয়েন্দা প্রতিবেদন চলছে।

রবিবার রাতে, চাদ হ্রদের তীরে অবস্থিত ডুম্বা গ্রামে আইএসডব্লিউএপি যোদ্ধারা কৃষকদের একত্রিত করে নির্বিচারে গুলি চালায়। বর্নো রাজ্যের তথ্য কমিশনার উসমান এক বিবৃতিতে জানান, "প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০ জন কৃষক নিহত হয়েছেন। তবে অনেকে এখনও নিখোঁজ আছেন এবং হামলা থেকে পালিয়ে যাওয়া কৃষকদের খোঁজ করা হচ্ছে।"

উসমান আরও জানান, এই হামলার শিকার কৃষকরা সেনাবাহিনীর নির্ধারিত নিরাপদ এলাকায় না গিয়ে চাষাবাদ ও মাছ ধরায় ব্যস্ত ছিলেন। চাদ হ্রদের এই অঞ্চলটি আইএসডব্লিউএপি ও বোকো হারামের নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রায়ই সেখানে সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া, চাদ হ্রদ অঞ্চলটি নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন এবং চাদ সীমান্তবর্তী এলাকা হওয়ায়, এই দুটি জঙ্গিগোষ্ঠী এই অঞ্চল থেকে নাশকতা চালিয়ে যাচ্ছে।

এএফপির হাতে আসা গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, "এই হামলায় নিহতের সংখ্যা ১০০ জনের বেশি হতে পারে।" এই হামলার জন্য সরাসরি আইএসডব্লিউএপি যোদ্ধাদের দায়ী করা হয়েছে।

বর্নো রাজ্য সরকার ইতোমধ্যে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে, "ডুম্বা ও চাদ হ্রদ এলাকার অন্যান্য ঘাঁটি থেকে বিদ্রোহীদের খুঁজে বের করে নির্মূল করা হোক।" সরকারের এই প্রতিক্রিয়া পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ হতে পারে, তবে সেখানে ইতোমধ্যে অনেক হতাহতের ঘটনা ঘটে গেছে।

বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং নাইজেরিয়া সরকারকে এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।

এ ঘটনায় পুরো বিশ্ব শোকাহত, এবং এই মর্মান্তিক হামলার পর, নাইজেরিয়া সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জোরালো হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে