ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ০ মাঘ ১৪৩১

একনজরে দেখেনিন পিএসএলের ছয় দলের স্কোয়াড ও বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ জানুয়ারি ১৩ ২২:৩৪:১১
একনজরে দেখেনিন পিএসএলের ছয় দলের স্কোয়াড ও বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি পছন্দমতো দল গঠন করেছে, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক বড় তারকাদের নাম উঠে এসেছে। এবার পিএসএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন তিনজন ক্রিকেটার।

পিএসএলের এই আসরটি বরাবরের মতো ফেব্রুয়ারি-মার্চে নয়, চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময়ের সাথে মিলিয়ে আয়োজন করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিছিয়ে দেওয়া এই আসরে আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটাররাও আলোচনায় এসেছেন।

পিএসএলে পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। তার দলেও তারকাদের আধিক্য চোখে পড়ার মতো। নাহিদের সঙ্গে একই দলে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান এবং করবিন বশ।

করাচি কিংসের হয়ে খেলবেন বাংলাদেশি উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তার সঙ্গে দলে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, আফগানিস্তানের মোহাম্মদ নবী এবং ইংল্যান্ডের জেমস ভিন্স। এই তারকাবহুল দলটি এবার শিরোপার অন্যতম দাবিদার হিসেবে গণ্য হচ্ছে।

লেগ স্পিনার রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের স্কোয়াডে সুযোগ পেয়েছেন। তার সঙ্গে রয়েছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, শ্রীলঙ্কার কুশল পেরেরা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

এবারের পিএসএলে বিভিন্ন দেশের তারকারাও নজর কাড়বেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন রাইলি রুশো, কাইল জেমিসন, মাইকেল ব্রেসওয়েল, জেসন হোল্ডার, স্যাম বিলিংস এবং ফন ডার ডুসেন।

দল পাননি বাংলাদেশের শীর্ষ তারকারাঅবাক করা ব্যাপার হলো, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং পেসার তাসকিন আহমেদ পিএসএলের ড্রাফটে দল পাননি। তবে এই তিনজন আইপিএলের নিলামের দিকে নজর রাখছেন।

পিএসএল দিন দিন আরও প্রতিযোগিতামূলক ও তারকাবহুল হয়ে উঠছে। এবার আইপিএলের সময়সূচির সাথে মিলিয়ে হওয়ায় দুই লিগের তারকাদের লড়াই নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। পিএসএলে অংশ নেওয়া তিন বাংলাদেশি ক্রিকেটার কেমন পারফরম্যান্স করেন, সেটি দেখার জন্য অধীর আগ্রহে থাকবে বাংলাদেশের ভক্তরা।

এবারের আসরে পেশোয়ার জালমি, করাচি কিংস এবং লাহোর কালান্দার্স তাদের তারকাবহুল স্কোয়াড নিয়ে শিরোপার জন্য লড়াই করবে। আর বাংলাদেশের নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন নিজেদের প্রতিভা দিয়ে বিশ্বমঞ্চে আলো ছড়াবেন বলেই আশা।

একনজরে পিএসএলের ছয় দলের স্কোয়াড:

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রুশো, মোহাম্মদ জিসান, দানিশ আজিজ, কুশল মেন্ডিস, শন অ্যাবট, আকিল হোসেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, খাজা নাফে, উসমান তারিক, হাসিবুল্লাহ খান, খুররাম শেহজাদ, কাইল জেমিসন, হাসান নওয়াজ।

লাহোর কালান্দার্স: ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, হারিস রউফ, সিকান্দার রাজা, টম কারান, সালমান আলী মির্জা, মোহাম্মদ নাঈম, জামান খান, জাহানদাদ খান, আব্দুল্লাহ শফিক, রিশাদ হোসেন, মোহাম্মদ আখলাক, ডেভিড ভিসা, আসিফ আলী, আসিফ আফ্রিদি, মোমিন কামার, মোহাম্মদ আজাব।

মুলতান সুলতানস: মোহাম্মদ রিজওয়ান, উসামা মির, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, উসমান খান, আমের আজমাত, জনসন চার্লস, ইয়াসির খান, শহিদ আজিজ, উবাইদ শাহ, তৈয়ব তাহির, জশ লিটল, গুদাকেশ মোটি, আকিফ জাভেদ, ফয়সাল আকরাম, মোহাম্মদ হাসনাইন, ক্রিস জর্ডান, কামরান গুলাম।

পেশোয়ার জালমি: বাবর আজম, সাইম আইয়ুব, টম কোহলার ক্যাডমোর, মোহাম্মদ হারিস, করবিন বশ, মোহাম্মদ আলী, নাহিদ রানা, আহমেদ ড্যানিয়েল, আলজারি জোসেফ, হুসেইন তালাত, আব্দুল সামাদ, মেহরান মুমতাজ, আসিফ ইয়াকুব, সুফিয়ান মুকিম, নাজিবুল্লাহ জাদরান, আলি রাজা, ম্যাক্স ব্রায়ান্ট, মাজ সাদাকাত।

করাচি কিংস: ডেভিড ওয়ার্নার, অ্যাডাম মিলনে, লিটন দাস, আব্বাস আফ্রিদি, জেমস ভিন্স, কেইন উইলিয়ামসন, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবী, ওমর বিন ইউসুফ, মির্জা মামুন ইমতিয়াজ, রিয়াজউল্লাহ, ফাওয়াদ আলী, শান মাসুদ, আমের জামাল, ইরফান খান নিয়াজি, টিম সেইফার্ট, জাহিদ মাহমুদ, আরাফাত মিনহাস, মির হামজা।

ইসলামাবাদ ইউনাইটেড: নাসিম শাহ, শাদাব খান, ম্যাথু শর্ট, হায়দার আলী, সালমান আলী আগা, আজম খান, ইমাদ ওয়াসিম, জেসন হোল্ডার, বেন ডেয়ারহিস, রাইলি মেরেডিথ, স্যাম বিলিংস, রাসি ফন ডার ডুসেন, কলিন মুনরো, রুম্মন রেইস, আন্দ্রেস গুস, মোহাম্মদ নওয়াজ, হুনাইন শাহ, সালমান ইরশাদ, সাদ মাসুদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে