ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ জানুয়ারি ০৯ ১৫:২৬:৪২
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলল বাংলাদেশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) তৃতীয় চক্রে (২০২৩-২৫) বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। টেবিলের ৭ম স্থানে থেকে চক্র শেষ করেছে টাইগাররা। এই অর্জনের মাধ্যমে তারা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে।

বাংলাদেশ চলমান চক্রে ১২টি টেস্ট ম্যাচ খেলে ৪টি জিতেছে এবং ৮টিতে হার দেখেছে। সাফল্যের হার ৩১.২৫ শতাংশ। যদিও চক্রের বাকি সময়ে আর কোনো ম্যাচ নেই, তবু টাইগারদের এই অবস্থান নিরাপদ। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এই অবস্থান টপকানো আর সম্ভব নয়।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে বড় ব্যবধানে হারের পাশাপাশি ধীরগতির ওভার রেটের কারণে পাকিস্তান দল ৫ পয়েন্ট হারিয়েছে। এই ধাক্কায় শান মাসুদের দল টেবিলের ৭ম স্থান থেকে নেমে ৮ম স্থানে চলে গেছে। ক্যারিবিয়ানদের বিপক্ষে তাদের আসন্ন সিরিজে যে ফলই আসুক, সেটি বাংলাদেশের অবস্থানে কোনো প্রভাব ফেলবে না।

বাংলাদেশের জন্য এই চক্র স্মরণীয়। ২০২৩ সালেই তারা টেস্ট ফরম্যাটে রেকর্ডসংখ্যক জয় পেয়েছে। যেখানে অতীতে ১৩টি বছর টেস্টে জয়হীন ছিল, সেখানে এখন দলটি নিয়মিত জয় ছিনিয়ে আনছে। শান্ত-মিরাজদের নেতৃত্বে এই ধারাবাহিকতা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছে।

৭ম স্থানে থেকে এই চক্র শেষ করা বাংলাদেশের জন্য শুধু একটি সাফল্য নয়, বরং দলটির উন্নতির ধারাবাহিক প্রমাণ। সামনের দিনগুলোতে এই গতি ধরে রাখতে পারলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আরও বড় জায়গা করে নিতে পারবে।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এই অর্জন ভক্তদের জন্য গর্বের মুহূর্ত। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের ওপরে থাকা প্রমাণ করে, টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে