ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: আইপিএলে দল পেলেন তাসকিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ জানুয়ারি ০৯ ১২:১৭:৩০
ব্রেকিং নিউজ: আইপিএলে দল পেলেন তাসকিন

বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ আবারও আইপিএলে খেলার ডাক পেয়েছেন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস সম্প্রতি তাকে দলে টানার প্রস্তাব দিয়েছে। তবে, এবারও তাসকিনের সিদ্ধান্তের বড় অংশ নির্ভর করছে বিসিবির এনওসির (নো অবজেকশন সার্টিফিকেট) ওপর।

তাসকিন আহমেদের আইপিএলে খেলার স্বপ্ন নতুন নয়। ২০২২ সালেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাকে দলে নিতে চেয়েছিল। সেসময় গৌতম গম্ভীর ছিলেন দলের মেন্টর। তবে, বাংলাদেশ দলের আন্তর্জাতিক সিরিজের সূচির কারণে তাকে এনওসি দেওয়া হয়নি। এবারও একই ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখিয়েছে। দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকা শ্রীধরণ শ্রীরামের মাধ্যমেই প্রস্তাবটি এসেছে বলে জানা গেছে।

তাসকিনের আইপিএলে না খেলার হতাশা তার ভক্তদের মাঝেও ছিল স্পষ্ট। এমন একটি লিগ যেখানে খেলতে পারা যেকোনো ক্রিকেটারের স্বপ্ন, সেখানে বারবার ডাক পেয়েও মাঠে নামতে না পারা ছিল দুঃখজনক।

তাসকিনের মা বহুদিন ধরেই চেয়েছিলেন, তার ছেলে আইপিএলের মতো বড় মঞ্চে খেলুক। ওমাঠ ওয়াংখেড়ে কিংবা আহমেদাবাদে তার বোলিং দেখে দর্শকরা মুগ্ধ হোক—এটাই ছিল তার ইচ্ছা। তবে বিভিন্ন কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। এবার লক্ষ্ণৌর প্রস্তাব তাসকিনের জন্য সেই স্বপ্ন পূরণের একটি বড় সুযোগ হিসেবে এসেছে।

বিসিবি সাম্প্রতিক মাসগুলোতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এই পরিস্থিতিতে, তাসকিনের মতো একজন তারকাকে আইপিএলে খেলার সুযোগ দেওয়া উচিত বলে মনে করছেন অনেকে। তাসকিন নিজেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করেছেন। এক ইনিংসে সাত উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর তার প্রতি আইপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ স্বাভাবিক।

তাসকিনের সামনে এটি আরেকটি বড় সুযোগ। যদি এবারও কোনো কারণে তিনি আইপিএলে না যেতে পারেন, তাহলে এটি হবে তার জন্য সুযোগ হাতছাড়া হওয়ার হ্যাট্রিক। এত বড় মঞ্চে খেলার সুযোগ বারবার আসে না, তাই এবার তাসকিন নিশ্চয়ই এই সুযোগকে কাজে লাগাতে চাইবেন।

তাসকিনের সিদ্ধান্ত ও বিসিবির এনওসির ওপর নির্ভর করছে তার আইপিএল যাত্রা। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, তাসকিন এবার মায়ের স্বপ্ন পূরণ করতে পারবেন এবং তার বোলিং দিয়ে আইপিএলে নতুন ইতিহাস গড়বেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে