উইকেটকিপার শান্ত, রিশাদের মন্তব্য ঘিরে বিতর্ক

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বরিশালের একাদশে ছিলেন মুশফিকুর রহিম, তবে আঙুলের চোটের কারণে উইকেটের পেছনে দেখা যায়নি তাকে। বরিশালের একাদশে স্বীকৃত কোনো উইকেটকিপারও ছিল না। এই পরিস্থিতিতে গ্লাভস হাতে উইকেটকিপিং করতে দেখা যায় নাজমুল হোসেন শান্তকে।
প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ক্রিকেটে এবারই প্রথম শান্তর কিপিং করার ঘটনা ঘটল। সম্ভবত মুশফিক পুরোপুরি ফিট না হওয়ায় বরিশালের টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নেয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্তর কিপিং প্রসঙ্গে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা কোচ আর অধিনায়ককে বললে মনে হয় ভালো হবে।” অর্থাৎ, সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে তিনি অধিনায়ক ও কোচের ওপর দায়িত্ব ছেড়ে দেন।
সিলেটে দর্শকদের ‘চুপ’ করিয়ে উপভোগ করেছেন রিশাদসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নামে বরিশাল। গ্যালারিতে সিলেটের দর্শকদের সংখ্যাই ছিল বেশি, তবে বরিশালের দারুণ পারফরম্যান্সে তারা কিছুটা স্তব্ধ হয়ে যায়। বিষয়টি বেশ উপভোগ করেছেন রিশাদ।
তিনি বলেন, “গ্যালারিভর্তি দর্শক থাকলে ভালোই লাগে। উপভোগ করেছি। দর্শক বিপক্ষে থাকলে বেশি ভালো লাগে। উইকেট পেলে, ব্রেকথ্রু পেলে পুরো গ্যালারি চুপ হয়ে থাকে। সেদিক থেকে উপভোগ করেছি।”
সিলেটের মাঠের ছোট বাউন্ডারি নিয়ে মন্তব্যসিলেটের বাউন্ডারির দৈর্ঘ্য তুলনামূলক ছোট হওয়ায় আগের দিন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল তা নিয়ে মন্তব্য করেছিলেন। একই প্রসঙ্গে জানতে চাইলে রিশাদ বলেন, “বোলার হিসেবে বাউন্ডারি, শিশির এসব নিয়ে চিন্তা করলে তো হবে না। ডেলিভারি করতে হবে নিজের সেরাটা। চেষ্টা করছিলাম দলের চাহিদা অনুযায়ী।”
বরিশালের পক্ষে এই ম্যাচে দারুণ পারফর্ম করেন রিশাদ। তার লেগ স্পিন ছিল প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে, শান্তর কিপিং নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে, বিশেষ করে মুশফিক পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত বরিশাল কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন