বাংলাদেশি পেসারদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন শাহীন আফ্রিদি

বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি বর্তমানে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন। সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশি পেসারদের নিয়ে নিজের অভিমত প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের পেস আক্রমণকে বেশ শক্তিশালী মনে করেন শাহীন। টাইগার পেসারদের নিয়ে তিনি বলেন,“আমার মনে হয় তাদের বেশ ভালো পেস আক্রমণ রয়েছে। নাহিদ রানা আছে, সে অনেক গতিশীল। তাকে এই শক্তিটা ধরে রাখতে হবে। লাল বলের ক্রিকেট আরও খেললে সে আরও পরিণত হবে। তাসকিন আহমেদ রয়েছে, সে দলের পেস ইউনিটের নেতা। আরও আছে তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ। এছাড়া এবাদত হোসেনও আছে, যদিও সে চোটে ছিল। ফলে আমার মনে হয়, তাদের বেশ ভালো বোলিং ইউনিট রয়েছে।”
বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়ে মুগ্ধ শাহীন আফ্রিদি। তিনি বলেন,“এখনও পর্যন্ত (বিপিএল) দারুণ উপভোগ করছি। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে। মাঠে দেখবেন দর্শকে ঠাসা থাকে। অনেক সাপোর্ট থাকে। ফলে বেশ ভালো সময় যাচ্ছে এবং অবশ্যই তামিম ভাইয়ের সঙ্গে খেলা উপভোগ করছি।”
বিপিএলের দুই ভেন্যুর উইকেট নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন এই পাকিস্তানি পেসার। তিনি বলেন,“এই উইকেট আগের মিরপুরের চেয়ে ভিন্ন। কম বাউন্স এখানে। সুইংও কম। ফলে টাইট বোলিং করে যেতে হবে। গতকাল কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। বোলিং ফিল্ডিং করা হয়েছে। ফলে ভালোভাবেই বুঝতে পেরেছিলাম যে আজকে কী করতে হবে।”
ফরচুন বরিশালের হয়ে এখন পর্যন্ত বল হাতে নিজের সেরাটা দিতে না পারা নিয়ে কি চাপ অনুভব করছেন? এমন প্রশ্নে শাহীন হেসে বলেন,“আসলে আমার কোনো চাপ নেই। অতীতে কী হয়েছে বা ভবিষ্যতে কী হবে এসব নিয়ে আমি ভাবি না। আমি শুধু বর্তমান নিয়ে ভাবি। উইকেট না নিলেও সমস্যা নেই, আমি প্রসেস ধরে রাখার পক্ষে।”
“টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট পাওয়াটা সবসময় আপনার হাতে থাকে না। অনেক জায়গায় ছোট বাউন্ডারিতে ভালো উইকেট থাকে। ফলে প্রসেস ফলো করে যেতে হবে। এটাই করেছি আমি।”
শাহীন আফ্রিদির মতে, বাংলাদেশের পেস বোলিং ইউনিটের ভবিষ্যৎ উজ্জ্বল। বিপিএলের মতো প্রতিযোগিতা থেকে তরুণ পেসাররা অভিজ্ঞতা অর্জন করে আরও পরিণত হবে বলে মনে করেন তিনি। নিজের বোলিংয়ে ধার না থাকলেও ইতিবাচক মনোভাব নিয়ে খেলতে চান এই পাকিস্তানি পেস তারকা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট