ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

আফ্রিদি, স্টার্ক বুমরাহদের পিছনে ফেলে ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে বাংলাদেশি পেসার, দেখেনিন চূড়ান্ত তালিকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ৩১ ১৩:১৪:১৮
আফ্রিদি, স্টার্ক বুমরাহদের পিছনে ফেলে ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে বাংলাদেশি পেসার, দেখেনিন চূড়ান্ত তালিকা

২০২৪ সালটি যেন স্বপ্নের মতো কেটেছে তাসকিন আহমেদের জন্য। বল হাতে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন তিনি। বছর জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য জায়গা করে নিয়েছেন ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে। এটি এমন এক কৃতিত্ব যা অর্জন করা অনেক নামীদামি পেসারের কাছেই স্বপ্ন।

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন আহমেদ ছিলেন যেন অপ্রতিরোধ্য। সাদা বল কিংবা লাল বল, যেকোনো ফরম্যাটেই তিনি নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। এ বছর তাসকিন শিকার করেছেন ৬৩টি উইকেট, যা তাঁকে জায়গা করে দিয়েছে বছরের সেরাদের তালিকায়। এমনকি তার উইকেট সংখ্যা ছাড়িয়েছে জাসপ্রিত বুমরার মতো বিশ্বমানের বোলারদেরও।

এ বছর বাংলাদেশ দল মাত্র ৯টি ওয়ানডে খেললেও তাসকিন অংশ নেন ৭টি ম্যাচে। এই অল্প সংখ্যক ম্যাচেও তিনি শিকার করেছেন ১৪টি উইকেট, গড় মাত্র ২৪-এর নিচে এবং ইকোনমি রেট ছিল ৫.৫-এরও কম। এমন নজরকাড়া পারফরম্যান্সই তাঁকে ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে জায়গা করে দিয়েছে।

তাসকিন আহমেদ ছাড়াও একাদশে পেসার হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের হারিস রউফ। হারিস তুলেছেন ১৩টি উইকেট। এ দলের ওপেনার হিসেবে আছেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ও আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। নিসাঙ্কা ৬৯৪ রান করেছেন ৬৩-এর গড়ে, আর গুরবাজ করেছেন ৫৩.১ গড়ে ৪৮২ রান।

উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস একাদশের তিন নম্বরে জায়গা পেয়েছেন। তিনি করেছেন ৭৪২ রান ৫৩ গড়ে। একই সঙ্গে উইকেটের পেছনে ১২টি ক্যাচ ও ৭টি স্টাম্পিং করেছেন। একাদশের অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কাকে, যিনি ব্যাট হাতে করেছেন ৬০৫ রান ৫০-এর ওপরে গড়ে।

ক্যারিবীয় ব্যাটার শেরফান রাদারফোর্ড ৪২৫ রান করেছেন ১০৬ গড়ে। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন জায়গা পেয়েছেন অলরাউন্ডারের ভূমিকায়। আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবী একাদশে রয়েছেন ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য। নবী ৪১০ রান করার পাশাপাশি শিকার করেছেন ১০টি উইকেট।

স্পিন আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি এ বছর নিয়েছেন ২৬টি উইকেট।

এক নজরে একাদশ

ওপেনার: পাথুম নিসাঙ্কা, রহমানুল্লাহ গুরবাজ

টপ অর্ডার: কুশল মেন্ডিস (উইকেটকিপার)

মিডল অর্ডার: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড

অলরাউন্ডার: লিয়াম লিভিংস্টোন, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী

স্পিনার: ওয়ানিন্দু হাসারাঙ্গা

পেসার: তাসকিন আহমেদ, হারিস রউফ

তাসকিন আহমেদের এই সাফল্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় গর্বের বিষয়। বছরের শেষেও তিনি যেন এমন পারফরম্যান্স ধরে রাখতে পারেন, সেটাই এখন সকলের প্রত্যাশা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে