ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

প্রবাসীদের জন্য বিশাল ঘোষণা দিলো সৌদি সরকার

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ২৮ ১২:৩৪:৪৯
প্রবাসীদের জন্য বিশাল ঘোষণা দিলো সৌদি সরকার

সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশটির সরকার। এতদিন দেশটিতে প্রবাসীরা নিজের নামে ব্যবসা পরিচালনা করতে পারতেন না। তাদের বাধ্যতামূলকভাবে সৌদি নাগরিকদের নামে ব্যবসা পরিচালনা করতে হতো, যা প্রবাসীদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। অনেক সময় অসাধু সৌদি নাগরিকেরা প্রবাসীদের ব্যবসা দখল করার সুযোগ পেত এবং আইনি প্রতিকার পাওয়াও সম্ভব হতো না। তবে এবার সেই আইনে পরিবর্তন আনছে সৌদি সরকার।

সৌদি সরকারের ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের জন্য খুলে যাচ্ছে নতুন সম্ভাবনার দ্বার। নতুন এই নীতির অধীনে এখন থেকে প্রবাসীরা নিজেদের নামে ব্যবসা পরিচালনা করতে পারবেন। এতে প্রবাসীরা তাদের ব্যবসার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং আগের মতো কোনো ঝুঁকির মুখে পড়তে হবে না।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ‘ভিশন-২০৩০’ কার্যক্রমের আওতায় দেশটি ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে। এ উদ্যোগের লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং সৌদি আরবের অর্থনীতিকে বৈচিত্র্যময় করা।

‘ভিশন-২০৩০’ এর অংশ হিসেবে সৌদি আরব ইতোমধ্যে নানা মেগা প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘গ্রিন সৌদি ইনিশিয়েটিভ’ এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি। এসব প্রকল্প সৌদি আরবকে বৈশ্বিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০১৫ সালের পর থেকে সৌদি আরব প্রবাসীদের কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। নতুন নীতিমালার কারণে প্রবাসীদের জন্য বড় ধরনের সুযোগ সৃষ্টি হয়েছে। এবার নিজ নামে ব্যবসার সুযোগ দেওয়ার মাধ্যমে প্রবাসীদের আত্মবিশ্বাস ও নিরাপত্তা আরও বাড়াবে দেশটি।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সৌদি আরবের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। নিজ নামে ব্যবসা পরিচালনার সুযোগ পেয়ে প্রবাসীরা আরও বেশি বিনিয়োগে আগ্রহী হবেন, যা সৌদি আরবের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

সৌদি সরকারের এই পদক্ষেপ প্রবাসী সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে। এটি শুধু প্রবাসীদের জন্যই নয়, সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে