ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আগামীকাল দেশে ২৫ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ২৭ ১৭:৩০:০১
আগামীকাল দেশে ২৫ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আগামী শনিবার (২৮ ডিসেম্বর) সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১১ কেভি মুক্তিরচক ও ধোপাদিঘীরপাড় ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বিদ্যুৎহীন থাকবে মেন্দিবাগ, নোয়াগাঁও সাদিপুর, বোরহানউদ্দীন রোড, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, উপশহর রোড, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবড়ী হাওর, সবজিবাজার, ফুলতলী মাদরাসা, হাফিজ কম্প্লেক্স, নাইওরপুল পয়েন্ট, ওসমানী শিশু পার্ক এবং ধোপাদিঘীরপাড় ও আশপাশের এলাকাগুলো।

এ ছাড়া সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১১ কেভি সোবহানীঘাট ও কালিঘাট ফিডারের আওতাধীন এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকায় রয়েছে কাস্টঘর, চালিবন্দর, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, লালদিঘীরপাড়, হকার্স মার্কেট, বন্দরবাজার রোড, জেল রোড এবং আশপাশের অঞ্চল।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত কাজ সম্পন্ন হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। এ জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছে সহযোগিতা কামনা করা হয়েছে।

এ মেরামত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হলে সিলেট নগরীর বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ