ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কোচ সালাউদ্দিনের ম্যাজিক: এক সিদ্ধান্তেই বদলে গেল টাইগারদের পারফরম্যান্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ২৬ ১৩:২৯:০৭
কোচ সালাউদ্দিনের ম্যাজিক: এক সিদ্ধান্তেই বদলে গেল টাইগারদের পারফরম্যান্স

ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। টেস্টে বড় হার এবং ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টাইগাররা যখন মানসিকভাবে ভেঙে পড়েছিল, তখন তাদের ঘুরে দাঁড়ানোর গল্পটা শুরু হয় এক কোচের হাত ধরে। দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার প্রথম অ্যাসাইনমেন্টে এমন কিছু সিদ্ধান্ত নেন, যা দলকে পাল্টে দেয়।

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের হাত ধরে জাতীয় দলে ফিরেছেন সালাউদ্দিন। দীর্ঘদিন দেশীয় কোচদের উপেক্ষার পর, আবারও দায়িত্ব পান তিনি। তার অধীনে ক্রিকেটাররা শিখেছে কীভাবে নিজেদের পারফরম্যান্সের শীর্ষে নিয়ে যেতে হয়। সাকিব, তামিম, লিটন, মিরাজ থেকে শুরু করে আফিফ ও জাকের আলী—এখনকার প্রায় সব খেলোয়াড়ই তৃণমূল থেকে উঠে এসেছেন সালাউদ্দিনের কোচিংয়ে। তাই তাদের মানসিকতা বোঝার পাশাপাশি সেরা পারফরম্যান্স বের করে আনতে সক্ষম হয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট এবং ওয়ানডে সিরিজে ভরাডুবির পর, টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগাররা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। এই পরিবর্তনের পেছনে ছিল সালাউদ্দিনের একটি বিশেষ সিদ্ধান্ত। ব্যর্থতায় জর্জরিত দলটির আত্মবিশ্বাস তখন তলানিতে। তবে তিনি ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়ানোর ওপর জোর দেন। খেলোয়াড়দের শেখান নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে। এ কারণেই ক্রিকেটাররা মাঠে আরও ফেয়ারলেস হয়ে খেলতে পেরেছে।

সালাউদ্দিন বলেন, "আমার মূল লক্ষ্য ছিল মানসিকতায় পরিবর্তন আনা। খেলোয়াড়দের শিখিয়েছি কীভাবে নিজের চিন্তা-ভাবনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। ভবিষ্যতেও তারা আরও ভালো করবে।"

টি-টোয়েন্টি সিরিজে খেলোয়াড়রা দেখিয়েছেন দারুণ উন্নতি। ব্যাট হাতে জাকের আলী ছিলেন অসাধারণ। এই সফরে তার পারফরম্যান্স ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। একইভাবে শেখ মেহেদীও বল হাতে নজর কাড়েন। এই দুই তরুণই সালাউদ্দিনের তত্ত্বাবধানে বেড়ে উঠেছেন। ফলে দেশীয় কোচের প্রভাব ক্রিকেটারদের পারফরম্যান্সে সরাসরি দেখা গেছে।

ভারত দেশীয় কোচদের দিয়ে বিশ্বকাপ জিতেছে, তিন ফরম্যাটে শীর্ষস্থান অর্জন করেছে। বাংলাদেশেও দেশীয় কোচদের আরও সুযোগ দিলে বড় সাফল্য আসবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। মোহাম্মদ সালাউদ্দিন তার প্রথম অ্যাসাইনমেন্টেই তা প্রমাণ করেছেন।

সালাউদ্দিনের মতো কোচদের যথাযথ ব্যবহার করতে পারলে দেশের ক্রিকেটে আরও বড় পরিবর্তন আসবে, এমনটাই মনে করছেন ভক্ত ও বিশেষজ্ঞরা। এক সিদ্ধান্তেই যেভাবে টাইগারদের পারফরম্যান্স পাল্টে গেছে, তাতে দেশের ক্রিকেটে দেশীয় কোচদের ভূমিকার গুরুত্ব আরেকবার প্রমাণিত হলো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে