ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

তিস্তার পানি সমস্যা সমাধান নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ২৫ ২২:২৫:৩৯
তিস্তার পানি সমস্যা সমাধান নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

তিস্তা নদীর পানির সমস্যা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে উদ্যোগ নিচ্ছে সরকার। শুষ্ক মৌসুমে পানির অভাব এবং বর্ষায় তিস্তার পানিতে প্লাবিত হওয়ার সমস্যা সমাধানের লক্ষ্যে আসছে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তিস্তার পানির সমস্যা নিরসনে আগামী বছরের শুরুতে উত্তরবঙ্গে গণশুনানির আয়োজন করবে সরকার। নীলফামারীর জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "তিস্তার পানি সমস্যা দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনছে। শুষ্ক মৌসুমে পানির অভাব এবং বর্ষায় নদীর প্লাবনে এলাকা তলিয়ে যায়। এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে আমরা গণশুনানির আয়োজন করব। উত্তরবঙ্গের মানুষের কথা শুনে সেই অনুযায়ী একটি সঠিক পরিকল্পনা গ্রহণ করা হবে।"

তিনি আরও বলেন, "আমরা আশাবাদী যে এই উদ্যোগের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে ভোগা এই সমস্যার একটি কার্যকর সমাধান পাবেন।"

অনুষ্ঠানে আসিফ মাহমুদ আরও বলেন, "উন্নয়ন প্রকল্পগুলোতে এলাকাভিত্তিক বৈষম্য দূর করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলো পুনর্বণ্টন করা হচ্ছে। এমন কিছু অঞ্চল রয়েছে, যেখানে অতিরিক্ত প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে এবং কিছু অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে। এই বৈষম্য দূর করতে বৈষম্যের শিকার অঞ্চলের জন্য বিশেষ নজর দেওয়া হবে।"

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক আবু সাইদ লিওন বক্তব্য রাখেন। বক্তারা উত্তরবঙ্গের মানুষের সমস্যাগুলো সমাধানে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, তিস্তার পানির দীর্ঘমেয়াদি সমস্যার দ্রুত সমাধান হবে।

উপদেষ্টার এই ঘোষণায় উত্তরবঙ্গের মানুষ আশার আলো দেখছেন। তিস্তার পানির সমস্যা নিয়ে সরকার যে আন্তরিকভাবে কাজ করছে, তা তাদের মনে আশা জাগিয়েছে। গণশুনানির মাধ্যমে জনগণের মতামত নিয়ে একটি স্থায়ী সমাধান বের করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তিস্তার পানির সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নত হবে বলে আশাবাদী সবাই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে