ক্রিকেট বিশ্বে শোকের ছায়া : মাঠে লুটিয়ে পড়ে ক্রিকেটারের মৃ-ত্যু

ভারতের পুনেতে ঘরোয়া ক্রিকেট লিগ এএস ট্রফিতে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারের বিপক্ষে খেলাকালীন ৩৫ বছর বয়সী ক্রিকেটার ইমরান প্যাটেল মাঠে ঢলে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ম্যাচের সরাসরি সম্প্রচারে ধরা পড়া এই মর্মান্তিক ঘটনায় দেখা যায়, ইনিংসের মাঝপথে একটি চমৎকার বাউন্ডারি হাঁকানোর পর ইমরান বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি আম্পায়ারকে জানিয়ে মাঠের বাইরে বিশ্রাম নিতে যাচ্ছিলেন তিনি। তবে মাঠ ছেড়ে বেরোনোর পথে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সতীর্থরা দ্রুত এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ইমরানকে মৃত ঘোষণা করেন।
হৃদরোগে আকস্মিক মৃত্যুচিকিৎসকরা জানিয়েছেন, ইমরানের মৃত্যুর কারণ ছিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। তার কোনো পূর্ববর্তী শারীরিক অসুস্থতার কথা জানা যায়নি। দলের সতীর্থ নাসের খান বলেছেন, “ইমরান ছিলেন একজন ফিট অলরাউন্ডার। তার এমন পরিণতি কল্পনাও করা যায় না। আমরা গভীর শোকে আচ্ছন্ন।”
শোকাহত পরিবার ও ক্রিকেট মহলইমরান প্যাটেল ছিলেন তিন সন্তানের জনক। তার সর্বকনিষ্ঠ কন্যার বয়স মাত্র চার মাস। ক্রিকেট খেলার পাশাপাশি তিনি রিয়েল এস্টেট ব্যবসা ও একটি জুসের দোকান পরিচালনা করতেন। তার অকাল প্রয়াণে পরিবার ও সহকর্মীরা শোকস্তব্ধ।
পুনেতে হৃদরোগে দ্বিতীয় মৃত্যুএটি পুনেতে ক্রিকেট মাঠে হৃদরোগজনিত কারণে দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে, গত সেপ্টেম্বরে এক ম্যাচ চলাকালীন ৪৫ বছর বয়সী হাবিব শেখও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সচেতনতার আহ্বানইমরানের মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষা ও মাঠে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা রাখার গুরুত্ব আরও একবার সামনে এনেছে। এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটের পাশাপাশি সব খেলাধুলার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ইমরান প্যাটেলের মতো প্রতিভাবান একজন খেলোয়াড়ের অকাল মৃত্যুতে ভারতের ক্রিকেট মহলসহ ক্রীড়া বিশ্ব গভীর শোক প্রকাশ করেছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- আবারও বদলে গেল সোনার বাজারদর, বৃহস্পতিবার থেকে কার্যকর নতুন মূল্য
- বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা