ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

চাঞ্চল্যের সৃষ্টি: সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ২৪ ১৫:৩৬:২১
চাঞ্চল্যের সৃষ্টি: সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন স্পষ্ট হুমকি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সায়েম এবং তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠে বাড়ির দেয়ালে এই লেখা দেখতে পান তারা। বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার বাসিন্দা সায়েম আব্দুল গফুরের ছেলে। তিনি বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এই ঘটনায় সায়েমের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। সায়েম জানান, তারা এই হুমকির পেছনে কারা জড়িত তা বুঝতে পারছেন না, তবে বিষয়টি নিয়ে তারা বেশ আতঙ্কিত।

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “ঘটনাটি শোনার পর থেকেই থানার একাধিক টিম কাজ শুরু করেছে। আমরা দোষীদের খুঁজে বের করতে চেষ্টা করছি। যেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ধরনের হুমকিমূলক ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বর্তমানে সায়েম ও তার পরিবার প্রশাসনের কাছ থেকে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারহোল্ডারদের জন্য ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য সুখবর: ১৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।... বিস্তারিত