ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

আর্জেন্টিনার চার তারকা ফুটবলারকে আটক করলো ব্রাজিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ২৪ ১৪:৪৯:৪৫
আর্জেন্টিনার চার তারকা ফুটবলারকে আটক করলো ব্রাজিল

ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত লেডিস কাপ প্রীতি টুর্নামেন্টে ঘটেছে এক চরম বিতর্কিত ঘটনা। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের নারী ফুটবল দলের চার খেলোয়াড়কে বর্ণবাদের অভিযোগে আটক করেছে ব্রাজিল পুলিশ।

ম্যাচের বিতর্কের সূত্রপাত

২১ ডিসেম্বর রিভার প্লেট এবং গ্রেমিওর মধ্যকার ম্যাচটি মাঠে শুরু হলেও প্রথমার্ধেই থমকে যায়। অভিযোগ ওঠে রিভার প্লেটের খেলোয়াড় ক্যান্ডেলা দিয়াস এক বল বয়ের উদ্দেশ্যে বানরের অঙ্গভঙ্গি করেছেন। এই ঘটনাটি ফুটেজে ধরা পড়ার পর গ্রেমিওর খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ জানান। ফলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি বেঁধে যায়।

রেফারি পরিস্থিতি সামাল দিতে রিভার প্লেটের ছয় খেলোয়াড়কে লাল কার্ড দেখান, যার ফলে খেলা চালানোর জন্য প্রয়োজনীয় খেলোয়াড়সংখ্যা না থাকায় ম্যাচটি সেখানেই শেষ হয়ে যায়। ম্যাচের স্কোর ১-১ হলেও রেফারি গ্রেমিওকে জয়ী ঘোষণা করেন।

আটক ও তদন্ত

ম্যাচ পরবর্তী সময়ে ক্যান্ডেলা দিয়াসসহ চার রিভার প্লেট খেলোয়াড়—কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজকে বর্ণবাদী আচরণের অভিযোগে আটক করা হয়। ব্রাজিলের সাও পাওলো আদালত ২৩ ডিসেম্বর তাদের প্রিভেনটিভ ডিটেনশনের নির্দেশ দেয়। আদালত জানিয়েছেন, তাদের ব্রাজিল ছাড়তে বাধা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

টুর্নামেন্ট কর্তৃপক্ষের শাস্তি

লেডিস কাপ আয়োজক কমিটি রিভার প্লেট দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার এবং আগামী দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। এক বিবৃতিতে আয়োজকরা জানান, এমন আচরণ টুর্নামেন্টের নীতির পরিপন্থী এবং ভাবমূর্তি নষ্ট করেছে। তাই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

রিভার প্লেটের অবস্থান

রিভার প্লেট ক্লাব এক বিবৃতিতে এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে খেলোয়াড়দের আচরণের নিন্দা জানায়। তারা জানিয়েছেন, এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে তাদের আইনজীবী থিয়াস সানকারি কোনো মন্তব্য করতে রাজি হননি।

গ্রেমিওর শিরোপা জয়

অন্যদিকে, টুর্নামেন্টের ফাইনালে গ্রেমিও টাইব্রেকারে বাহিয়াকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

এই ঘটনার মাধ্যমে ফুটবল মাঠে বর্ণবাদবিরোধী লড়াইয়ের গুরুত্ব আরও একবার সামনে এসেছে। মাঠের খেলা ছাড়িয়ে এমন ঘটনা ফুটবলের জন্য হতাশাজনক এবং সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে বাধ্য করেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে