ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: ৫ জন নিহত, মুমূর্ষু অবস্থায় ৩ জন উদ্ধার

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ২৩ ১৬:০৫:৩৮
ব্রেকিং নিউজ: ৫ জন নিহত, মুমূর্ষু অবস্থায় ৩ জন উদ্ধার

চাঁদপুরের হরিণা ফেরিঘাট মাঝির বাজার এলাকার মেঘনা নদীতে নোঙর করা মালবাহী জাহাজ এমভি আল-বাখেরা থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে চাঁদপুর নৌ পুলিশ লাশগুলো উদ্ধার করে।

চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি। নোঙর করা অবস্থায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটিকে ডাকাতির ঘটনা বলে সন্দেহ করছেন সংশ্লিষ্টরা। নিহত ৫ জনকেই দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক।

ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড এবং নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। মুমূর্ষু অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে, যাদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উদ্ধারকৃতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, লাশগুলো বিকেল সোয়া ৩টার দিকে পাওয়া যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে এটি ডাকাতি বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, এর আগেও মেঘনা নদীতে এমন অপরাধের ঘটনা ঘটেছে। তারা নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে অপরাধীদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই ভয়াবহ ঘটনার জন্য নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে