ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সেঞ্চুরি, সেঞ্চুরি, চার নয় ছক্কার ঝড়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ২১ ১৭:১৩:১১
সেঞ্চুরি, সেঞ্চুরি, চার নয় ছক্কার ঝড়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড

পাঞ্জাবের ব্যাটার এনামূলপ্রিত সিংহ ভারতের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন। ২০২৪ সালের বিজয় হাজারে ট্রফির ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে মাত্র ৩৫ বলে শতক পূর্ণ করেন তিনি, যা ভারতের ইতিহাসে দ্রুততম এবং বিশ্বব্যাপী তৃতীয় দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরি।

অরুণাচল প্রদেশের দেওয়া ১৬৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাব দ্রুত অধিনায়ক অভিষেক শর্মাকে ১০ রানে হারায়। এরপর ক্রিজে আসেন তিন নম্বরে ব্যাট করতে নামা এনামূলপ্রিত। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি এবং ৩৫ বলে ১১টি চার ও ৮টি ছক্কায় শতক পূর্ণ করেন। শতক করার পর আরও একটি ছক্কা ও একটি চারের মাধ্যমে ৪৫ বলে ১১৫* রান করে অপরাজিত থাকেন।

তার দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে পাঞ্জাব মাত্র ১২.৫ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। ম্যাচে ওপেনার প্রভসিমরন সিংহ ২৫ বলে ৩৫ রানে অপরাজিত থেকে দলের জয়ে অবদান রাখেন।

বিশ্ব ক্রিকেটে দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির রেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার উদীয়মান তারকা জেক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে। ২০২২ সালে মাত্র ২৯ বলে শতক পূর্ণ করেন তিনি। দ্বিতীয় অবস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স, যিনি ২০১৪-১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩১ বলে শতক করেন।

এনামূলপ্রিতের ৩৫ বলে সেঞ্চুরিটি ভারতের দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরি। এর আগে এই রেকর্ড ছিল ইউসুফ পাঠানের, যিনি ২০১০ সালে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন। এ ছাড়া গুজরাটের উইকেটকিপার-ব্যাটার উরভিল প্যাটেল, যিনি গত বছর ৪১ বলে শতক করেছিলেন, ভারতের দ্রুততম সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

একসময় মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলা এনামূলপ্রিত সিংহ এই বছরের মেগা নিলামে কোনো দল পাননি। তবে বিজয় হাজারে ট্রফিতে তার এই অসাধারণ ইনিংস তাকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

সমাপ্তিএনামূলপ্রিত সিংহের এই ইনিংস শুধু ভারতের ক্রিকেট ইতিহাসেই নয়, বিশ্ব ক্রিকেটেও বিশেষ স্থান করে নিয়েছে। তার এই রেকর্ড ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য প্রেরণা হয়ে থাকবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে