ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ যে দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ২০ ১৭:০৩:১১
এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ যে দল

মালয়েশিয়ায় অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। সুপার ফোরের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে দারুণ এক জয় নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দল। শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হবে ভারতের।

সুপার ফোরের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৮ উইকেটে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে দলটি সেই ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। বৃষ্টির কারণে নেপালের বিপক্ষে ম্যাচটি ১১ ওভারে নির্ধারিত হলেও বাংলাদেশের মেয়েরা দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে।

ম্যাচের শুরুতেই বাংলাদেশের বোলাররা নেপালের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেয়। নেপালের ব্যাটাররা কোনোভাবেই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের জবাব দিতে পারেনি। নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় নেপাল।

বাংলাদেশের বোলারদের মধ্যে বিশেষত সুমাইয়া আক্তার এবং রিতু মণি দুর্দান্ত বল করেছেন। তাদের সুনিপুণ বোলিংয়ে নেপাল দাঁড়াতেই পারেনি।

মাত্র ৫৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশের ব্যাটাররা। ফাহমিদা ছোয়া সর্বোচ্চ ২৬ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাত্র ৭ বল বাকি থাকতেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় নিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ।

সুপার ফোরে ভারতের বিপক্ষে হারের স্মৃতি পেছনে ফেলে এবার ফাইনালে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে চাইবে বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজিত এই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে ইতিহাস গড়তে বদ্ধপরিকর বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ-ভারত ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। দুই দলই টুর্নামেন্টজুড়ে চমৎকার ক্রিকেট খেলেছে। তবে সুপার ফোরের হারের প্রতিশোধ নিতে এবং চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরতে মরিয়া থাকবে টাইগ্রেসরা।

মালয়েশিয়ার মাটিতে নতুন ইতিহাস গড়তে বাংলাদেশের মেয়েরা কতটা সফল হয়, তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র একদিন। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছে গোটা বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে