ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

বাংলাদেশে অনুভূত হলো ভূমিকম্প

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ১৬ ২১:৫৩:১৯
বাংলাদেশে অনুভূত হলো ভূমিকম্প

বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং আশপাশের এলাকায় সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের ভেতরে, যা ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ২০৮ কিলোমিটার দূরে অবস্থিত। কম্পনের ফলে উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে কেঁপে ওঠে জনজীবন। একইসঙ্গে ভারতেও এর প্রভাব অনুভূত হয়েছে।

এর আগে, গত ২৬ নভেম্বর ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। তার উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

সোমবারের ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হালকা মাত্রার এই ভূমিকম্প মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।

বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি সাধারণ জনগণকে ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে সচেতন করার তাগিদ দেওয়া হয়েছে।

ভূমিকম্পপ্রবণ এলাকায় বসবাসকারী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে বহুতল ভবনে বসবাসকারীদের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে